সারা রাত ধরে দুজনে… মিঠুন-শ্রীদেবীর গোপন কথা জানতে পেরেই চরম সিদ্ধান্ত নেন যোগিতা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বহু প্রেম কাহিনির সাক্ষী থেকেছে বলিউড। আবার অনেক সম্পর্ক ভাঙতেও দেখেছে এই ইন্ডাস্ট্রি। উথালপাথাল প্রেম শেষে মিলন না হওয়ার যন্ত্রণা মিশে রয়েছে বলিউডের অন্দরমহলে। এমনি কিছু কিছু পরিণতি না পাওয়া সম্পর্ক নিয়ে আজও চর্চা হয় বলিউডের অন্দরে। আর এই তালিকাতেই রয়েছে অন্যতম নাম মিঠুন চক্রবর্তী (Mithun-Sridevi) এবং শ্রীদেবী। তাঁদের এক সময়ের প্রেমের গুঞ্জন নিয়ে কৌতূহলী আলোচনা অব্যাহত রয়েছে আজও।

বলিউডে আজও চর্চিত মিঠুন-শ্রীদেবীর (Mithun-Sridevi) সম্পর্ক

‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘ওয়াতান কে রাখওয়ালে’, ‘গুরু’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন (Mithun-Sridevi) শ্রীদেবী। সে সময়েই তাঁদের নিয়ে মাথাচাড়া দিয়ে ওঠে সম্পর্কের গুঞ্জন। যদিও মিঠুন সে সময়ে বিবাহিত। যোগিতা বালির সঙ্গে সংসার করছেন তিনি। কিন্তু এদিকে শ্রীদেবীর সঙ্গেও জড়িয়ে যায় তাঁর নাম। বলিউডের অন্দরে চোরা কথা শোনা যায়, মিঠুন নাকি গোপনে প্রেম শুরু করেছিলেন শ্রীদেবীর সঙ্গে।

Yogita bali did this after knowing mithun-sridevi relationship

গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিঠুনের সহ অভিনেতা: এদিকে শ্রীদেবী (Mithun-Sridevi) কিন্তু শুধুমাত্রই সম্পর্কে খুশি ছিলেন না। জানা যায়, মিঠুন বিবাহিত জানা সত্ত্বেও তিনি অভিনেতার স্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু মিঠুন তাতে রাজি হননি। তার জেরেই নাকি দূরত্ব বাড়তে থাকে দুজনের মধ্যে। এতদিন পর এ বিষয়ে মুখ খুলতে শোনা গিয়েছে মিঠুন (Mithun-Sridevi) শ্রীদেবীর সহ অভিনেতা করণ রাজদানকে। কেমন ছিল দুই নায়ক নায়িকার মধ্যে সম্পর্ক?

আরো পড়ুন : ফের নতুন রেকর্ড, আমেরিকা-ইউরোপকেও টেক্কা দিল ভারতীয় রেল! জানলে হবে গর্ব

কেমন ছিল দুজনের সম্পর্ক: সম্প্রতি এক পডকাস্টে করণ বলেন, সারা রাত ধরে নাকি ঝগড়াই করতেন মিঠুন (Mithun-Sridevi) শ্রীদেবী। এর বেশি তাঁদের সম্পর্কে আর কিছু বলতে চাননি তিনি। তবে একই সঙ্গে ‘মহাগুরু’র প্রশংসা করে করণ বলেন, ব্যক্তিগত জীবন যেমনি হোক না কেন, কাজের উপরে তার প্রভাব কখনো পড়তে দেননি মিঠুন। তিনি সারা রাত জেগেও আবার পরের দিনের জন্য প্রস্তুতি নিতে পারেন। সঠিক সময়ে সেটেও পৌঁছে যেতেন তিনি। মিঠুনকে (Mithun-Sridevi) ‘খাঁটি’ মনের মানুষের তকমা দেন করত রাজদান।

আরো পড়ুন : আদানি আগেই আউট! এবার বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকা থেকে বাদ পড়লেন আম্বানিও

বলিউড ইন্ডাস্ট্রিতে বহুল চর্চিত মিঠুন শ্রীদেবীর গোপন সম্পর্ক। কিন্তু কখনোই অভিনেত্রী সম্পর্কে একটা কথাও বলতে শোনা যায়নি মিঠুনকে। বরাবর এড়িয়ে গিয়েছেন তিনি ওই প্রসঙ্গ। তবে শোনা যায়, মিঠুনের সঙ্গে শ্রীদেবীর সম্পর্কের কথা নাকি উঠেছিল যোগিতার কানেও। তিনি নাকি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। কখনোই নিজের সংসার ভাঙতে দেননি মিঠুন। পরবর্তীতে ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। তাঁরও আগে একটি বিয়ে এবং সন্তানও ছিল। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X