মেধা থাকলে চিন্তা নেই, রাজ্য সরকারের ‘যোগ্যশ্রী’ প্রকল্পে মিলবে ফ্রি কোচিং থেকে আর্থিক সহায়তা

Published on:

Published on:

Yogyashree Scheme for students of the state for those preparing for the joint entrance examination
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার পশ্চিমবঙ্গ পড়ুয়াদের জন্য রয়েছে সুখবর। কারণ পশ্চিমবঙ্গ বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হল এক দুর্দান্ত উদ্যোগ। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন যারা দেখছেন অথচ টাকার অভাবে সঠিকভাবে পড়াশোনা করতে পারছেন না। তাদের আর চিন্তা নেই। কারণ পশ্চিমবঙ্গ সরকার ‘যোগশ্রী প্রকল্প’ (Yogyashree Scheme) আপনার পাশে আছে। এই প্রকল্পের শুধুমাত্র যে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া যাবে তা নয়। পাশাপাশি পাবেন মাসিক হাত খরচ।

জয়েন্ট-নিটের প্রস্তুতিতে স্বস্তি, রাজ্যের পড়ুয়াদের জন্য ‘যোগ্যশ্রী’ স্কিম (Yogyashree Scheme)

বহু ছেলে মেয়ে টাকা পয়সার অভাবের জন্য বিজ্ঞান বিভাগের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। এবার সেই সমস্ত ছাত্র ছাত্রীর কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হল এক নতুন স্কিম। এই নতুন স্কিমের নাম হল ‘যোগশ্রী প্রকল্প’ (Yogyashree Scheme)। এই স্কিমের আওতায় ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার পাশাপাশি হাত খরচ পাবেন।

Yogyashree Scheme for students of the state for those preparing for the joint entrance examination

আরও পড়ুন: বাজার থেকে এনে ভুল করলে নষ্ট ফুলকপি! কিভাবে ঠিক রাখবেন? জানুন

যোগশ্রী প্রকল্প কি?

যোগ্যশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি বিনামূল্যে কোচিং প্রকল্প, যা মূলত তপসিলি জাতি (SC), তপসিলি উপজাতি (ST), OBC এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের JEE, NEET, WBJEE, এবং বিভিন্ন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে, যার মাধ্যমে তারা বিনামূল্যে কোচিংয়ের পাশাপাশি একটি মাসিক স্টাইপেন্ডও পায়, যাতে তাদের পড়াশোনার খরচ কিছুটা হলেও মেটে।

এর আবেদন কারা করতে পারবেন?

এই প্রকল্পের আওতায় পড়ুয়াদের অবশ্যই ২০২৫ সালের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণী পাঠরত হতে হবে। পাশাপাশি ২০২৭ সালে প্রবেশিকা পরীক্ষাগুলিতে বসার লক্ষ্য থাকতে হবে। এছাড়াও পারিবারিক বাৎসরিক আয় ৩ লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক হতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করে এই আবেদন গ্রহণ করা হবে।

কীভাবে আবেদন করবেন?

যোগশ্রী প্রকল্পের আবেদনটি অনলাইন ও অফলাইন দুটির মাধ্যমিক করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হলে পড়ুয়াদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে https://wbbcdev.webstep.in/ গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। সেখানে ব্যক্তিগত তথ্য, একাডেমিকাল রেজাল্ট  এর প্রমাণপত্র দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। এছাড়াও আবেদনের সময় জেলা ভিত্তিক তালিকা থেকে নিজের পছন্দমত প্রশিক্ষণ কেন্দ্র বেছে নিতে পারবেন।

অফলাইনে যারা ফর্ম ফিলাপ করবেন তারা নিজের জেলার নির্দিষ্ট যোগশ্রী প্রকল্প কেন্দ্র থেকে ফর্মটি সংগ্রহ করুন। এরপর সেটি পূরণ করে জমা দিন। আর ২০১৭ সালের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই সেকশনের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগ্রহী পড়ুয়ারাদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে (Yogyashree Scheme)।