বাংলা হান্ট ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ক্ষেত্রে সুদের হার সর্বদা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে ভালো রিটার্ন পাওয়া যায় এমন সঠিক ব্যাঙ্ক নির্বাচন কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। ইতিমধ্যেই, একাধিক বড় ব্যাঙ্ক ২০২৫ সালে প্রবীণ নাগরিকদের জন্য ৭ শতাংশেরও বেশি সুদের হার উপলব্ধ করছে। যা বিনিয়োগকে আরও লাভজনক করে তুলবে। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) দুর্দান্ত সুদের হার:
বেসরকারি ব্যাঙ্কগুলিতে FD-তে সুদের হার: প্রথমে, বেসরকারি ব্যাঙ্কগুলির কথা বলা যাক। HDFC ব্যাঙ্ক ১৮ থেকে ২১ মাসের মেয়াদের FD-তে প্রবীণ নাগরিকদের ৭.১ শতাংশ পর্যন্ত সুদ দেয়। যেখানে সাধারণ গ্রাহকরা ৬.৬ শতাংশ পর্যন্ত সুদ পান। এই নতুন হারগুলি গত ২৫ জুন, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। একইভাবে, ICICI ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ২ থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর ৭.১ শতাংশ সুদ দিচ্ছে। যেখানে সাধারণ জনগণের জন্য ৬.৬ শতাংশ সুদ প্রদান করা হচ্ছে।

এছাড়াও, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ২৩ মাস পর্যন্ত মেয়াদের FD-তে প্রবীণ নাগরিকদের জন্য ৭.১ শতাংশ এবং অন্যান্য গ্রাহকদের জন্য ৬.৬ শতাংশ সুদ উপলব্ধ করছে। এই হারগুলি গত ২০ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এদিকে, ফেডারেল ব্যাঙ্ক ৯৯৯ দিনের FD-তে প্রবীণ নাগরিকদের জন্য ৭.২ শতাংশ সুদ প্রদান করছে। এই হার অন্যান্য বেসরকারি ব্যাঙ্কের তুলনায় বেশি।
আরও পড়ুন: আরও সহজ হবে পরিষেবা! ২০২৬-এর শুরুতেই বদলাবে ব্যাঙ্কের একাধিক নিয়ম, স্বস্তি পাবেন গ্রাহকেরা
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের FD রেট: এবারে আমরা জানাবো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির FD রেট সম্পর্কে। ভারতের বৃহত্তম ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI ২ থেকে ৩ বছরের FD-তে প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯৫ শতাংশ এবং সাধারণ জনগণের জন্য ৬.৪৫ শতাংশ সুদের হার ঘোষণা করেছে। এই হারগুলি ১৫ জুলাই, ২০২৫ থেকে প্রযোজ্য। এদিকে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবীণ নাগরিকদের ৩ বছরের FD-তে ৬.৬ শতাংশ সুদ প্রদান করে। যেখানে সাধারণ গ্রাহকরা ৬.১ শতাংশের সামান্য কম হারে সুদ পান। অপরদিকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তথা PNB ৩৯০ দিনের মেয়াদে ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে। যা প্রবীণ নাগরিকদের জন্য একটি ভালো হার। এদিকে, কানাড়া ব্যাঙ্ক ৪৪৪ দিনের মেয়াদের FD-তে প্রবীণ নাগরিকদের জন্য ৭ শতাংশ এবং সাধারণ গ্রাহকদের জন্য ৬.৫ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে। এই নতুন হারগুলি গত ৭ অগাস্ট, ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
FD-তে সুদের হার কেন গুরুত্বপূর্ণ: জানিয়ে রাখি যে, সুদের হার নির্ধারণ করে যে আপনার অর্থ কত দ্রুত বৃদ্ধি পাবে। এক্ষেত্রে ফিক্সড ডিপোজিট তথা FD একটি নির্ভরযোগ্য বিকল্প। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের এবং বয়স্কদের ক্ষেত্রে সঞ্চয়ের ওপর নিরাপদ এবং ভালো রিটার্ন পাওয়ার জন্য এটি একটি ভালো বিনিয়োগের মাধ্যমে। তাই, সঠিক ব্যাঙ্ক নির্বাচন করে উচ্চ সুদের হারে ফিক্সড ডিপোজিট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: দ্বিতীয় ODI-তে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া! অ্যাডিলেডে ভারতের রেকর্ড কেমন?
প্রবীণ নাগরিকরা কেন বেশি সুদের হার পান: সরকারি নিয়ম অনুসারে, প্রবীণ নাগরিকরা (৬০ বছর এবং তার বেশি) ফিক্সড ডিপোজিটের ওপর অতিরিক্ত সুদের জন্য যোগ্য। এটি কেবল তাঁদের সঞ্চয়কে সুরক্ষিত রাখে না বরং বৃদ্ধিও করে। যা প্রত্যক্ষভাবে তাঁদের মাসিক আয় বৃদ্ধিতে সহায়তা করে।












