সুখবর! এবার মেট্রোর টিকিট পেতে দাঁড়াতে হবে না লাইনে, WhatsApp-এ এভাবে মিলবে সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই মেট্রো রেলে (Metro Rail) বাড়ছে যাত্রীদের সংখ্যা। এমতাবস্থায়, আপনিও যদি মেট্রো মারফত নিয়মিত যাতায়াত করেন সেক্ষেত্রে নিশ্চিতভাবে লাইন দিয়ে টিকিট কাটার ভোগান্তি টের পেয়েছেন। মূলত, মেট্রোতে নির্ধারিত গন্তব্যের জন্য টিকিট কিনতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এমতাবস্থায়, এই সমস্যা দূরীকরণে ব্যাঙ্গালোর মেট্রো এক অনবদ্য উপায় বার করেছে।

জানা গিয়েছে, এবার আপনি ব্যাঙ্গালোরে মেট্রো সফরের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। মূলত, QR-কোড মারফত টিকিট বুক করা যাবে। যার ফলে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না যাত্রীদের। পাশাপাশি, Namma App এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও টিকিট কেনা যাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Namma App টি অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে। উল্লেখ্য যে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেট্রোর টিকিট বুক করার এই প্রক্রিয়া প্রথম ব্যাঙ্গালোরেই শুরু হয়েছে।

কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেট্রোর টিকিট বুক করবেন? জেনে নিন সেই প্রক্রিয়া:
১. হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাঙ্গালোর মেট্রোর টিকিট বুক করার জন্য আপনাকে প্রথমে ফোনে BMRCL WhatsApp চ্যাটবট নম্বর ৮১০৫৫৫৬৬৭৭ ফোনে সেভ করতে হবে।
২. এরপর টিকিট বুক করতে, আপনাকে প্রথমে একটি Message পাঠাতে হবে।
৩.আপনি কোন মেট্রো স্টেশন থেকে যাত্রা শুরু করে কোন মেট্রো স্টেশনে যেতে চান সে সম্পর্কে আপনাকে তথ্য দিতে হবে।
৪. এরপর পেমেন্ট অপশান আসবে। যেখানে বলা হবে যাত্রার জন্য ঠিক কত টাকা নেওয়া হবে। ইউপিআই এবং নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যবহারকারীরা মেট্রো রেলের টিকিটের জন্য অর্থ প্রদান করতে পারবেন।
৫. তারপর QR-কোড জেনারেট হবে।
৬. এই পরিষেবাটি শুধুমাত্র ইংরেজি এবং কন্নড় ভাষায় উপলব্ধ। আপনি যে টিকিটটি পাবেন সেটিকে এন্ট্রি ও এক্সিট গেটে স্ক্যান করতে হবে।

cropped Namma Metro Greenline DH 1540069376

নিয়মটি ঠিক কি: তবে, মনে রাখবেন যে, যেদিন আপনি এই টিকিট বুক করবেন সেটা শুধু সেদিনের জন্যই সক্রিয় থাকবে। অর্থাৎ, টিকিটটি পরের দিন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় দিনের জন্য আপনাকে আবার টিকিট বুক করতে হবে। তবে, টিকিট কাটার পর সফর না করলে টাকা ফেরত দেওয়া হবে। সর্বোপরি, ব্যবহারকারীরা এইভাবে টিকিট কাটার ক্ষেত্রে ৩ শতাংশ ছাড়ও পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর