বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের প্রতিটি সংবাদমাধ্যমের খবরের শিরোনামে থাকছে JCB-র বুলডোজারের প্রসঙ্গ। তবে, এটাই প্রথমবার নয়, বরং বছর দু’য়েক আগেও এই বুলডোজার নিয়ে তৈরি হয়েছে একাধিক মিম। যদিও, এবার ভারতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে JCB-র বুলডোজার। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বুলডোজার কে আরও জনপ্রিয় করে তুলেছেন।
এমনকি সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই বুলডোজারে বসে ছবিও তুলেছেন। এমতাবস্থায় অনেকেই এই বৃহদাকার মেশিনের উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে জানতে চান। বর্তমান প্রতিবেদনে তাঁদের আগ্রহ নিরসনের জন্যই এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
এখনকার সময়ে JCB-র বুলডোজারের রং হলুদ হলেও একেবারে শুরুর দিকে এগুলির রং থাকত নীল অথবা লাল। এছাড়াও এটা যখন প্রথম তৈরি করা হয় তখন এর নাম JCB-ও ছিল না। মূলত, JCB হল এই বুলডোজার প্রস্তুতকারী সংস্থার নাম। এই মেশিনের আসল নাম হল Backhoe loader। যা আজ JCB নামে সমধিক পরিচিত।
সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদন অনুযায়ী জানা যায় যে, ১৯৪৫ সালে শুরু হওয়া এই সংস্থাটি ১৯৫৩ সালে প্রথম Backhoe loader তৈরি করে। এক্কেবারে প্রথমে এই মেশিনটি ট্রাক্টরের সাথে সংযুক্ত থাকত। যদিও, পরে এর মডেলে একাধিক পরিবর্তন করা হয়। মূলত, JCB প্রস্তুতকারী সংস্থাটি হল একটি ব্রিটিশ কোম্পানি। এর সদর দফতর স্টাফর্ডশায়ারে অবস্থিত। পাশাপাশি এই সংস্থাটির প্রতিষ্ঠাতা হলেন ব্রিটিশ ধনকুবের জোসেফ সাইরিল বামফোর্ড। ২০০১ সালে তাঁর মৃত্যুর পর এই কোম্পানির নাম জোসেফের নামানুসারে রাখা হয় JCB।
আমরা আগেই জানিয়েছি যে, একেবারে শুরুর দিকে এই মেশিনের রং ছিল নীল অথবা লাল। তবে যত দিন যাচ্ছে ততই এই বুলডোজারে অনেক পরিবর্তন করা হয়েছে। ১৯৬৪ সালে প্রথম হলুদ রংয়ের নতুন একটি মডেলের বুলডোজার তৈরি করা হয়। যা বিরাট জনপ্রিয়তা পায় তৎকালীন যুগে। তারপর থেকেই JCB-র রং থাকে হলুদ রঙেই।
JCB ভারতেও তৈরি করা হয়:
বর্তমানে আমাদের দেশেও এই বুলডোজার তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই JCB India-র মোট পাঁচটি কারখানা এবং একটি ডিজাইন সেন্টার ভারতে রয়েছে। তবে, এর ষষ্ঠ কারখানাটিও গুজরাটের ভাদোদারাতে তৈরি হচ্ছে। পাশাপাশি ভারতে তৈরি হয়ে এই বুলডোজারগুলি প্রায় ১১০ টিরও বেশি দেশে রপ্তানি করা হয়।
এই বড় মেশিন গুলির ব্যবহার সাধারনত নির্মাণকার্যে কিংবা অবৈধ নির্মাণ ভাঙতে ব্যবহার করা হয়। এছাড়াও চাষাবাদ, খাল খনন এবং রাস্তা তৈরির মত গুরুত্বপূর্ণ কাজেও এগুলি ব্যবহার করা হয়। তবে, বর্তমানে JCB ছাড়াও ACE, VOLVO, মাহিন্দ্রার মতো কোম্পানিগুলি এই বুলডোজার তৈরি করছে। ভারতীয় মুদ্রায় এগুলির দাম থাকে ১০ লক্ষ টাকা থেকে শুরু করে ৫০ লক্ষ টাকা পর্যন্ত।