ভারতে এই প্রথম! দিল্লীর রাজপথে ছুটছে মিনি বুলেট, ভিডিও না দেখলে চরম মিস

বাংলা হান্ট ডেস্ক : ভারতের (India) বাজারে ব্যপক বিখ্যাত Bullet গাড়িটি। কিন্তু কোনোদিন Mini Bullet এর নাম শুনেছেন কি? নামটা বেশ অচেনা লাগছে তাই তো? কিন্তু এই বাইক (Bike) এখন দিল্লির কর্তব্যপথ কাঁপিয়ে বেড়াচ্ছে। আর তাই দেখে রীতিমত অবাক আম জনতা। এই ছোট্ট একটা গাড়িতেই শোরগোল ফেলে দিয়েছে সারা দিল্লির বুকে।

সোশ্যাল মিডিয়াতে ব্যপক ভাইরাল ভিডিওটি (Viral Video)। সেখানে দেখা যাচ্ছে মিনি বুলেট গাড়ি কতটা ছোট হতে পারে। বাইকের আকার আকৃতির কারণেই সোশ্যাল মিডিয়াতে (Social Media) ভাইরাল সেই ভিডিও। ভিডিওটি শেয়ার করা হয়েছে Rammy Ryder নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

আপনাদের জানিয়ে রাখি যে, ইতিমধ্যে বাইকটির আলাদা করে নামকরণও হয়ে গিয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে পিংকি মিনি বুলেট (Pinky Mini Bullet)। আর এই অদ্ভুত আকারের বাইকে মজে পুরো নেট দুনিয়া।

আরও পড়ুন : দীপাবলির আগেই নবান্নকে খুশি করে দিল কেন্দ্র, বাংলার কোষাগারে ঢুকল কয়েক হাজার কোটি টাকা

সোশ্যাল মিডিয়ার বদান্যতায় মিনি বুলেটের ভিডিও বেশ ভাইরাল সারা নেট দুনিয়ায়। দিল্লির কর্তব্যপথে ঘুরে বেড়াচ্ছে মিনি বুলেটটি। এক ব্যক্তি আরামেই চালাচ্ছে সেই গাড়ি। সাইকেলের থেকেও আকারে ছোট এই বাইক। রাস্তায় চলার সময় বহু মানুষের নজর কেড়েছে সেটি।

আরও পড়ুন : অবশেষে বিজ্ঞানীরা খুঁজে পেলেন এলিয়েনদের ঠিকানা! প্রকাশ্যে এল হাড়হিম করা তথ্য

 

View this post on Instagram

 

A post shared by Rammy Ryder (@rammyryder)

 

ভিডিওতে নানান জন নানান কমেন্ট করেছেন। সেখানে কেও কিউট বাইক বলেছেন তো করো বক্তব্য ‘ন্যানো মোটরসাইকেল’! কিন্তু কিভাবে তৈরি হলো এই গাড়ি? এই উত্তর পাওয়া গিয়েছে @ncr_motorcycles নামক একটি ইউটিউব পেজে। সেখান থেকে জানা যাচ্ছে যে, এই মিনি পিঙ্ক বুলেটটি কারখানায় নয় চালকের নিজের হাতেই তৈরি করা। আসলে তার একখানা Activa স্কুটার ছিল যা বন্ধ হয়ে যাওয়ার পর সেটির এই রূপান্তর দেওয়া হয়েছে!

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর