বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে নেটমাধ্যামের জনপ্রিয়তা। এমতাবস্থায়, এই সুযোগকে কাজে লাগিয়ে নেটমাধ্যমের ওপর ভর করেই মোটা টাকা উপার্জন করছেন অনেকে। আর ঠিক সেইরকমই এক প্ল্যাটফর্ম হল ইউটিউব (YouTube)। বর্তমানে টাকা রোজগারে নয়া দিশা দেখিয়েছে এই প্ল্যাটফর্মটি। যার ফলে দেশের নবীণ প্রজন্মের অনেকেই ইউটিউবার হওয়ার প্রতি আকৃষ্ট হচ্ছেন।
বর্তমান প্রতিবেদনে আজ আমরা সেইরকমই এক জনপ্রিয় ইউটিউবারের প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি ইউটিউবে “টেকনিক্যাল গুরুজি” নামেই সমধিক পরিচিত। যদিও, তাঁর আসল নাম হল গৌরব চৌধরি। তিনি রাজস্থানের আজমেঢ়ের বাসিন্দা হলেও বর্তমানে তিনি দুবাইতে থাকেন। ১৯৯১ সালে আজমেঢ়েই জন্মগ্রহণ করেন তিনি।
উল্লেখ্য যে, গৌরবের মোট ২ টি ইউটিউব চ্যানেল রয়েছে। যার একটির নাম হল “টেকনিক্যাল গুরুজি”। অপরটির নাম “গৌরব চৌধরি”। এই ২ টি চ্যানেল মিলিয়ে তাঁর মোট ফলোয়ারের সংখ্যা পোঁছে গিয়েছে ২.৭ কোটিতে। স্বাভাবিকভাবেই দেশের মধ্যে জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম একজন হলেন তিনি। পাশাপাশি, জেনে অবাক হবেন যে, ইউটিউবের দুনিয়ায় সবচেয়ে বড় টেক চ্যানেল হিসেবে স্বীকৃতি পেয়েছে তাঁর “টেকনিক্যাল গুরুজি” চ্যানেলটি।
এদিকে, ইউটিউবের দুনিয়ায় পা রেখে রীতিমতো বদলে গিয়েছে তাঁর জীবন। ২০১৫ সালে ইউটিউব সফর শুরু করেছিলেন গৌরব। আর তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। নিজের চ্যানেলে বিভিন্ন গ্যাজেটের রিভিউ দর্শকদের কাছে উপস্থাপিত করতে থাকেন তিনি। স্বাভাবিকভাবেই টেকপ্রেমীরা ভিড় জমান তাঁর চ্যানেলে। তবে, ইউটিউব থেকে আয় করার পাশাপাশি তিনি দুবাই পুলিশের সঙ্গেও কাজ করেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দুবাইয়ের বিআইটিএস পিলানি থেকে মাইক্রো ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছেন গৌরব। তাই, ইউটিউবারের পাশাপাশি তিনি একজন ইঞ্জিনিয়ারও। গৌরব দুবাই পুলিশকে নিরাপত্তার বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেন। পাশাপাশি, দুবাই পুলিশের সিকিউরিটি সিস্টেমের ইঞ্জিনিয়ার পদেও কর্মরত রয়েছেন তিনি।
এদিকে, দুবাই পুলিশ ছাড়াও সেখানকার বিভিন্ন সংস্থাকে নিরাপত্তার সরঞ্জাম সরবরাহ করেন গৌরব। মূলত, দুবাইতে গিয়েই আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি পায় তাঁর। উল্লেখ্য যে, গাড়ির প্রতি দুর্বলতা রয়েছে গৌরবের। তাঁর কাছে মোট ১১ টি বিলাসবহুল গাড়ি রয়েছে। বিএমডব্লিউ থেকে শুরু করে মার্সিডিজ়, পোর্শে, রেঞ্জ রোভার এবং রোলস রয়েসের মতো সংস্থার গাড়ির মালিক হলেন গৌরব।
তবে, গাড়ির সাথে তাঁর বাড়ির ব্যাপারে জানলেও চমকে উঠবেন। জানা গিয়েছে, গৌরব দুবাইতে যে বাড়িটিতে থাকেন তাঁর দাম হল প্রায় ৬০ কোটি টাকা। এমতাবস্থায়, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে গৌরবের মাসিক আয় হল প্রায় ১ কোটি টাকা। পাশাপাশি, তাঁর মোট সম্পদের পরিমান হল প্রায় ৩৬৯ কোটি টাকা। উল্লেখ্য যে, দুবাইতে তাঁর পারিবারিক মুদিখানার ব্যবসাও রয়েছে। আর সব মিলিয়ে মাত্র ৩২ বছর বয়সেই বিপুল সম্পদের অধিকারী হয়েছেন গৌরব।