বাবা ছিলেন সিঙারা বিক্রেতা, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে অন্যতম সফল গায়িকা নেহা কক্কর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম হলেন নেহা কক্কর। দীর্ঘদিন ধরেই হিন্দি গানের জগতে রয়েছেন তিনি। নিজের জায়গা বেশ ভাল মতোই কায়েম করে নিয়েছেন। একের পর এক হিট গান গেয়ে অনুরাগীদের মন জয় করতে নেহার জুড়ি মেলা ভার। তাঁর নিজেরই রয়েছ একটি আলাদা গায়কী।

তবে চিরদিন এমনটা ছিল না। প্রথম থেকেই এতটা জনপ্রিয়তা পাননি নেহা। এমনকি নিজের জায়গাটাও তাঁকে বানাতে হয়েছে যথেষ্ট কষ্ট করে। উত্তরাখন্ডের একটি নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নেহা। তাঁর বাবা পেশায় ছিলেন একজন সিঙারা বিক্রেতা। ছোট থেকেই বিভিন্ন জাগ্রতায় গান গাইতেন নেহা। তিনি বড় হনই জাগ্রতায় গান গেয়ে। নেহার সঙ্গে থাকতেন তাঁর দিদি সোনু কক্কর ও ভাই টনি কক্কর।

জানা যায়, ওই সব জাগ্রতার অনুষ্ঠান থেকে ৫০ টাকা রোজগার করতেন নেহা। পরিবারের সদস্যরা যাতে একটু সচ্ছ্বলতার মুখ দেখে তার জন্যই এই কাজ করতেন গায়িকা। গানে নিজের কেরিয়ার বানাতেই এরপর উত্তরাখন্ড থেকে মুম্বই পাড়ি দেন নেহা ও তাঁর ভাই টনি কক্কর। একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন নেহা। সেখানে বিজয়ী হন তিনি। এরপরেই শুরু হয় তাঁর গানের কেরিয়ার। বলিউডে সুযোগ পান তিনি।

নেহার প্রথম গান ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবির ‘ধাতিং নাচ’ গানটিতে প্রথম শোনা যায় নেহার কণ্ঠস্বর। এরপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। পুরোনো গানগুলি নতুন ঢঙে গাইতে যে বেশ পারদর্শী নেহা কক্কর তা সকলেই জানেন।

সম্পর্কিত খবর

X