বন্দে ভারতের পেছনে খরচ হয় কোটি কোটি টাকা! কিন্তু আয়ের পরিমান কত? জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: ট্রেনে (Train) সফর করতে পছন্দ করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হল ট্রেন। নিত্যযাত্রী থেকে শুরু করে দূরের কোনো সফর, প্রতিটি ক্ষেত্রেই রেলপথকে (Indian Railways) ভরসা করেন সকলে। পাশাপাশি, ট্রেনে সফরের ক্ষেত্রে খরচের পরিমানও অনেকটাই কম। আর সেই কারণেই ক্রমশ ট্রেনে যাত্রীসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

পাশাপাশি, এই ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার লক্ষ্যে রেলের তরফেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়াও, যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকটিও মাথায় রাখা হচ্ছে। ইতিমধ্যেই, আমাদের দেশে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মত অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেনের সফর শুরু হয়েছে। পাশাপাশি যাত্রীদের কাছেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে ট্রেনটি। কিন্তু আপনি কি জানেন এই ট্রেনটি তৈরি করতে কত খরচ হয়? এছাড়াও, এই ট্রেন থেকে কত লাভই বা হয় রেলের? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় রেলের ২৪ টি কোচের একটি সাধারণ ট্রেন তৈরি করতে খরচ হয় আনুমানিক ৬৬ কোটি টাকা। মূলত, সেক্ষেত্রে প্রতি কোচের খরচ পড়ে প্রায় ২ কোটি টাকা। পাশাপাশি, ইঞ্জিন বাবদ গড়ে খরচ হয় ১৮ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে খরচের পরিমান দাঁড়িয়ে যায় ৬৬ কোটি টাকার কাছাকাছি।

তবে, বন্দে ভারত ট্রেন তৈরি করা হয়েছে অত্যাধুনিক ভাবে। এমতাবস্থায় জানা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করতে প্রায় ১১০ থেকে ১২০ কোটি টাকা খরচ হয়। এই প্রসঙ্গে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির (ICF) জেনারেল ম্যানেজার এ কে আগরওয়াল জানিয়েছেন যে, ১৬-কোচের ইঞ্জিনবিহীন সেমি-হাই স্পিড বন্দে ভারত ট্রেন তৈরি করতে প্রায় ১২০ কোটি টাকা খরচ হয়।

vande bharat

এদিকে, ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে ১৪ টি বন্দে ভারত ট্রেনের সফর শুরু হয়েছে। এছাড়াও, আরও রুট বৃদ্ধির পাশাপাশি বন্দে ভারতের সংখ্যা বৃদ্ধিরও পরিকল্পনা করেছে রেল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে যে রুটগুলিতে বন্দে ভারত এক্সপ্রেস চলছে সেগুলির ক্ষেত্রে ট্রেনের ভাড়া আলাদা আলাদা হয়। যার ফলে প্রতিটি রুটের ভিত্তিতে ট্রেনের আয়ের মধ্যে পার্থক্য থাকছে। জানা গিয়েছে, মুম্বই-সাইনগর শিরডি রুটে চলাচল করা বন্দে ভারত এক্সপ্রেস থেকে প্রতি মাসে ৮.৬ কোটি টাকা আয় হচ্ছে। পাশাপাশি, দিল্লি থেকে বারাণসী রুটে চলা বন্দে ভারত ট্রেন থেকে প্রতি মাসে আয়ের পরিমান গড়ে ৭ কোটি টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর