বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) ব্যবহারকারীর সংখ্যা। মূলত, জ্বালানির বিপুল দামের হাত থেকে বাঁচতে এবং পরিবেশ দূষণ হ্রাসের বিষয়টি মাথায় রেখে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) প্রতি আকৃষ্ট হচ্ছেন অনেকেই। আর সেই কারণেই ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি অন্যান্য বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে।
এমতাবস্থায়, বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বর্তমানে অনেকটাই বেড়ে গিয়েছে। তাই, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে একের পর দুর্দান্ত স্কুটার লঞ্চ করছে প্রস্তুতকারী সংস্থাগুলি। এছাড়াও, একাধিক স্টার্টআপ কোম্পানিও এই বাজারে প্রবেশের চেষ্টা করছে। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক সংস্থার দুর্দান্ত স্কুটারের প্রসঙ্গ উপস্থাপিত করব।
মূলত, সম্প্রতি Odysse তাদের নতুন স্কুটার E2GO গ্রাফাইন লঞ্চ করেছে বাজারে। এই ইলেকট্রিক স্কুটারের অনবদ্য সব ফিচার্স ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাশাপাশি এই স্কুটারটির দামও অত্যন্ত কম। বর্তমানে স্কুটারটি ছয়টি রঙে উপলব্ধ রয়েছে। সেগুলি হল ম্যাট ব্ল্যাক, অজুর ব্লু, কমব্যাট ব্লু, টিল গ্রিন, স্কারলেট রেড ও কমব্যাট রেড।
আরও পড়ুন: পাত্তা পাবেনা স্টারলিংক! JioSpaceFiber আনলেন আম্বানি, এবার হাইস্পিড নেট দেশের কোণায় কোণায়
দাম: E2GO গ্রাফাইন স্কুটারের দাম নির্ধারণ করা হয়েছে 63,550 টাকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Odysse E20GO স্কুটারের লাইনআপে মোট 4 টি মডেল লঞ্চ করা হয়েছে। সেগুলি হল E2 GO, E2 GO+, E2 GO Pro এবং নতুন E2 GO গ্রাফাইন। নতুন এই স্কুটারটি একবার চার্জে মোট 100 কিমি পর্যন্ত ছুটতে সক্ষম।
আরও পড়ুন: এক চার্জে চলবে ১৪৫ কিমি! ৭ বছরের ওয়ারেন্টি সহ আকর্ষণীয় দামে লঞ্চ হল দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার
রয়েছে দুর্দান্ত ফিচার্স: এই স্কুটারটি মাত্র 8 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়। আপনি অনলাইন ই-কমার্স সাইট Flipkart থেকে স্কুটারটি কিনতে পারেন। এটির সর্বোচ্চ গতিবেগ হল 25 কিমি প্রতি ঘণ্টা। আরামদায়ক যাত্রার জন্য স্কুটারটিতে টেলিস্কোপিক ফর্ক এবং মনোশক সাসপেনশনও রয়েছে।
এছাড়াও, আহমেদাবাদে স্থিত Odysse Electric স্টার্টআপ কোম্পানি তাদের এই ইলেকট্রিক স্কুটারটিতে USB চার্জিং পোর্ট সহ অ্যান্টি-থেফট লক, কিলেস এন্ট্রি, এবং ডিজিটাল স্পিডোমিটারের মতো অত্যাধুনিক ফিচার্স উপলব্ধ করেছে। এর পাশাপাশি স্কুটারটিতে অ্যালয় হুইল এবং ভারী সাসপেনশনও রয়েছে। এছাড়াও, থাকছে ডিস্ক ব্রেক এবং বড় আকারের টায়ার।