ভারতের বিখ্যাত হিরো, হিরোইন ও খেলোয়াড়রা ইনস্টাগ্রাম থেকে কত কোটি কামায়, জানলে আপনিও চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া এখন শুধুই মানুষের অবসর যাপনের সঙ্গী নয়, বরং লক্ষীর ঝাঁপিও বটে। কোনও কাজ না করে স্রেফ বাড়ি বসে সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র পোস্টের মাধ্যমে কোটিপতি হওয়া সম্ভব। আরও বিশেষভাবে বলতে গেলে ইনস্টাগ্রামই হল সোনার চাবিকাঠি। জানতেন কি? এবার জেনে নিন। সকলেরই রয়েছে নিজেদের পছন্দের তারকা। অপেক্ষা করে থাকেন সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি পোস্টের জন্য। পোস্ট করতে না করতেই ঠুকে দেন লাইক। এই একটা লাইকের কল্যাণে তারকারা কত রোজগার করেন জানেন? পাঁচ থেকে আট কোটি! তালিকায় রয়েছেন কাইলি জেনার থেকে প্রিয়াঙ্কা চোপড়া, ঋতাভরী চক্রবর্তী থেকে বিরাট কোহলি সবাই।

সবথেকে কম বয়সী কোটিপতির আখ্যা পেয়েছেন কাইলি জেনার। মাত্র ২২ বছর বয়সী এই মডেল তথা ব্যবসায়ীর রয়েছে নিজের একটি মেকআপ ব্র্যান্ড। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১৫২ মিলিয়ন। পোস্ট পিছু উপার্জন আট কোটি সাত লক্ষ টাকা। এই মুহূর্তে তাঁর পোস্টের সংখ্যা ৬২১০। বাকিটা নিজেই হিসেব করে নিন। প্রিয়াঙ্কা চোপড়ার ফলোয়ার ৪৬.৬ মিলিয়ন। এক একটি স্পনসর পোস্টের জন্য তিনি নেন এক কোটি ছিয়াশি লক্ষ টাকা।

Kylie Jenner Is in Full Xmas Mode landing

আসা যাক ঋতাভরী চক্রবর্তীর কথায়। রূপোলি পর্দার তুলনায় ইনস্টাগ্রামেই তাঁর আনাগোনা বেশি। তাঁর ফলোয়ারের সংখ্যা ১.৩ মিলিয়ন। পোস্ট পিছু তাঁর আয় দুই থেকে তিন লক্ষ টাকা। তাঁর কথায়, “ইনস্টাগ্রাম থেকে যত টাকা পাই অভিনয় করে তত পাই না। মাল্টিপল পোস্ট হলে টাকার পরিমাণটাও বেড়ে যায়। যারা কোলাবরেশন করেন তাঁরা আগে আমার ফলোয়ারের সংখ্যাটা দেখেন। অভিনয় ছাড়াও আমার ব্যক্তিগত কাজ, সমাজসেবামূলক কাজের ছবি দিই ইনস্টাতে। এতে ফলোয়ারদের সঙ্গে যোগযোগটাও বাড়ে।” সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের মতে, বিভিন্ন ব্যান্ডগুলি সেলেব পেজগুলির মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে চায়। তাঁর নিজের পছন্দের সঙ্গে যে ব্যান্ডগুলি মেলে তাদের প্রোমোট করেন নুসরত। তাঁর ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়, ১.৮ মিলিয়ন। বাদ যাননি সদ্য সদ্য অভিনয়ে প্রবেশ করা ইশা সাহাও। নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনিও। তবে এখনও পর্যন্ত কোলাবরেশন হয়নি বলেই জানান তিনি।

PicsArt 08 08 11.57.13

https://www.instagram.com/p/B5rPuS0BCO-/?utm_source=ig_web_copy_link

virat kohli

ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি থেকে অভিষেক রায় নিজেদের কাজের ঝলক ইনস্টাগ্রামে দেখাতে ভোলেন না কেউই। এই বছরের প্রথম কালেকশন ইনস্টাতে পোস্ট করেছেন অভিষেক। তাঁর মতে এখান থেকে খুব ভাল প্রতিক্রিয়া পাওয়া যায়। পিছিয়ে নেই ক্রীড়াজগতের ব্যক্তিত্বরাও। বিরাট কোহলির ফলোয়ারের সংখ্যা ৪৪.৮ মিলিয়ন। প্রতিটি স্পনসর পোস্টের জন্য তিনি নেন এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পোস্ট পিছু আয় ছয় কোটি তিয়াচ্চর লক্ষ টাকা। পোস্ট পিছু নেইমারের উপার্জন পাঁচ কোটি সতেরো লক্ষ টাকা। এই পুরো টাকাই যায় ব্র্যান্ড কোলাবরেশনের পক্ষ থেকে। ইনস্টাগ্রাম কোনও টাকা দেয় না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর