ক্যানসার থেকে চিরতরে মুক্তি মিলবে একটি মাত্র টিকায়!

বাংলা hunt ডেস্ক : মারণ রোগ ক্যানসারের হাত থেকে মিলবে মুক্তি, এমনটাই দাবি করেছেন কিউবার বিজ্ঞানীরা।তাঁদের আবিষ্কৃত টিকা গ্রহণ করলেই মিলবে ক্যানসারের হাত থেকে মুক্তি। ক্যানসারের প্রাথমিক পর্যায়ে যদি এই টিকা গ্রহণ করা যায়, তাহলে আর মারণ রোগের থাবা গ্রাস করতে পারবে না রোগীকে। কিউবার ওই বিজ্ঞানীরা দাবি করেছেন, ইতিমধ্যে চার হাজার বিজ্ঞানীর ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছে এবং সুফলও মিলেছে।

 

ক্যানসারে আক্রান্ত ওই সকল রোগী টিকা গ্রহণের পর স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন। সাধারণত ব্রেস্ট ক্যানসার, প্রটেস্ট ক্যানসারে এই টিকা দারুণ কার্যকরী। আর এই টিকার দাম নাগালের মধ্যেই। নয়া আবিষ্কৃত টিকার জন্যই
কেমো বা রেডিয়েশন থেরাপির করাতে হবে না।

IMG 20190706 WA0024

এই টিকা পাওয়ার জন্য যোগাযোগ করতে হবে কিউবার মেডিকেল সেন্টারে। পাশাপাশি www.inor.sld.cu ওয়েবসাইটে বা ৫৩৭৩৩-৭৪৭৩/৭৪ ফোন নম্বরে বা ন্যাশনাল সেন্টার ফর হেলথ থেকেও এই টিকা পাওয়া যাবে।

সম্পর্কিত খবর