‘তুমি যোদ্ধা, দ্রুতই সুস্থ হয়ে উঠবে’, হার্দিক পান্ডিয়া সহ গোটা ভারতীয় দল শুভকামনা জানালো পন্থকে

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের তারকা উইকেটরক্ষক রিশভ পন্থ (Rishabh Pant) ৩০শে ডিসেম্বর শুক্রবার মুখোমুখি হয়েছিলেন ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার। কিছু চোট লাগলেও ওই দুর্ঘটনার পরে আপাতত তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। পন্থের সম্পর্কে জানার জন্য হাসপাতালে ভিড় জমাচ্ছেন বেশ কিছু কৌতূহলী দর্শকরা। সংক্রমণের আশঙ্কার তাই পন্থকে এখন আইসিইউ (ICU) থেকে সরিয়ে একটি ব্যক্তিগত স্যুইটে রাখা হয়েছে।

ইতিমধ্যে দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) পরিচালক শ্যাম শর্মা তার সঙ্গে দেখা করেছেন। ওই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার পর থেকেই তারকা ক্রিকেটারের পরিবারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন তিনি। সম্প্রতি তিনি জানিয়েছেন যে পন্থ এখন প্রাথমিকভাবে যেমন ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছেন এবং ক্রিকেটার যাতে কোনও সংক্রমণের কবলে না পড়েন, সেইজন্য তার সাথে অন্য বড় ব্যক্তিত্বদের দেখা না করতে অনুরোধও জানিয়েছেন তিনি।

আজ থেকে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুরু করেছে। দুর্ঘটনার আগেই দল ঘোষণা হয়েছিল এবং সেই দলে ছিলেন না রিশভ পন্থ। রিশভকে হাঁটুর কিছু সমস্যার কারণে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছিল বিসিবিআইয়ের তরফ থেকে। কিন্তু ভারতীয় তারকা এখন আরও অনেক চোট নিয়ে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকবেন।

এমন অবস্থায় আজ সকালে মাঠে নামার আগে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সহ গোটা ভারতীয় দল তাকে শুভকামনা জানিয়েছে এবং তারা সকলেই প্রার্থনা করছেন যেন পন্থ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। বিসিসিআই সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে।

রাহুল দ্রাবিড় বলেছেন, “গত কয়েক মাসে তোমাকে কোচিং করিয়ে এবং কিছু ঐতিহাসিক টেস্ট ইনিংসের সাক্ষী থাকতে পেরে আমি গর্বিত।” টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, “আমরা কেউই চাইলে এই পরিস্থিতি তৈরি হোক কিন্তু আমি তোমাকে যতটুকু চিনি আমি নিশ্চিত তুমি হার মানবে না এবং ফিরে আসবে।” এছাড়া সূর্য কুমার যাদব, যুজবেন্দ্র চাহাল, শুভমান গিলও তাকে নিজেদের শুভকামনা জানিয়েছেন।

X