ঈশা আম্বানির গলার নেকলেস দিয়েই কিনতে পারবেন আস্ত একটা শহর! দাম জানলে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক : আম্বানি (Mukesh Ambani) পরিবারের স্বচ্ছল জীবনযাত্রার কথা কে না জানে না!  বিলিয়নিয়ার পরিবারের খরচের অংক শুনলে মাথায় হাত পড়বে সাধারণ মানুষের। এমন পরিবারের মেয়ে ঈশা আম্বানি (Isha Ambani) যে নিজের পরিধানের জন্য মোটা খরচ করবেন এ আর এমন কি কথা। বহুমূল্য সম্পদের অধিকারী তিনি। কিন্তু তার গলার হারের দাম শুনলে চমকে উঠতেই হবে, জানেন সেই হারের দাম?

আম্বানির একমাত্র মেয়ে ইশা। দুই ভাইয়েরও বড়ই আদরের। পরিবারের একমাত্র কন্যা সন্তানের বিয়েতে বিয়ন্সেকে এনে নাচিয়েছিলেন মুকেশ আম্বানি। তাই বহুমূল্য বস্ত নতুন কিছু নয় আম্বানিদের জন্য। কিন্ত নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC) উদ্বোধনের সময় ঈশা আম্বানির গলার নেকলেস সবারই নজর কাড়ে। 50টি বহুমূল্য হিরে দিয়ে তৈরি হয়েছে নেকলেসটি।

ঈশা আম্বানির নেকলেসটি বড় আনকাট হীরে দিয়ে জড়ানো। খুব সুন্দরভাবে থ্রেড করা হয়েছে সেটিকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী নেকলেসের দাম কোটি টাকা! তবে আপাতত হীরার নেকলেসটি চর্চায় থাকলেও বহুমূল্য হার নতুন কিছু নয় তার কাছে। নিজের বিয়ের সময় সোনা ও পান্না দিয়ে তৈরি রানি হার পরেছিলেন ইশা। কিন্তু ঠিক কত দাম নতুন নেকলেসটির?

isha ambani in anamika khanna featured 1920x1080

ঈশা আম্বানির পরিধানে থাকা নেকলেসের আসল দাম সম্পর্কে কেউই ঠিক জানেনা। কিন্তু গহনা বিশারদরা সম্ভাব্য দাম সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন। জানা যাচ্ছে ঈশা আম্বানির গলায় থাকা হারের দাম 20 মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 165 কোটি টাকা! উল্লেখ্য, ঈশা আম্বানি হীরে নিয়ে খুবই শৌখিন। এর আগেও বহুবার মহামূল্যবান হীরের নেকলেসের সাথে দেখা গিয়েছে তাকে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর