সরকারি স্কিমের টাকার লোভে নিজের বোনকেই বিয়ে করল যুবক, দায়ের হল মামলা

বাংলা হান্ট ডেস্কঃ বিয়ে করলেই মিলবে উপহার ৩৫ হাজার টাকা। বিয়ের পরই ২০ হাজার টাকা চলে যাবে নববধূর অ্যাকাউন্টে এবং বাকি টাকার উপহার দেওয়া হবে, যা সংসার সাজানোর কাজে লাগে। এই লোভেই নিজের বোনকেই বিয়ে করে বসলেন এক যুবক! ঘটনার খবর জানাজানি হতেই প্রতারণার মামলা দায়ের করা হয়েছে যুবকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (uttar pradesh) ফিরোজাবাদে। সেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নামে বিশেষ এক স্কিম রয়েছে। সামুহিক বিবাহ যোজনার এই স্কিম অনুযায়ী গণবিবাহে সাত পাকে বাঁধা পড়লেই নব দম্পতিকে প্রায় ৩৫ হাজার টাকা নগদ এবং উপহার স্বরূপ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।

marriage age

সেই মত গণবিবাহের আয়োজন করা হয়েছিল ফিরোজাবাদের টুন্ডলা ব্লক অফিসে। এবার অভিযোগ উঠেছে, এই অর্থ পাওয়ার লোভে পাত্র ও পাত্রী হিসেবে নিজের ও বোনের নাম লেখান এক যুবক। এমনকি ১১ ই ডিসেম্বর মোট ৫১ জন যুবক-যুবতীর জন্য আয়োজিত বিয়ের অনুষ্ঠানে সেই ভাই বোনের জুটি সাত পাকে বাঁধাও পড়ে যায়। সরকারী হিসেব মত তাঁরা উপহার এবং নগর অর্থও পেয়ে যায়। আর এরপরই ঘটে বিপত্তি।

সেদিনের বিয়ের ছবি প্রকাশ্য আসতেই আঁতকে অঠেন গ্রামবাসীরা। ভাই বোনকে নব দম্পতির বেশে দেখে শোরগোল পড়ে যায় গোটা গ্রামে। স্থানীয় প্রশাসনিক আধিকারিককে বিষয়টি জানাতেই যুবকের আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়। যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে উপহার দেওয়া সমস্ত জিনিস ফিরিয়েও নেওয়া হয়। এই ঘটনার দোষী দুজনের বিরুদ্ধেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টুন্ডলার ব্লক ডেভলপমেন্ট অফিসার নরেশ কুমার।

Smita Hari

সম্পর্কিত খবর