যা করতে পারেনি সাইনা-সিন্ধু, তা করে দেখাল পুলিশকর্মীর ১৬ বছরের কন্যা! প্রশংসা হচ্ছে ভারত জুড়ে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীদের জন্য এলো সুখবর। বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর জুনিয়র খেলোয়াড় হয়েছেন তরুণ খেলোয়াড় তাসনিম মীর। ১৬ বছর বয়সী তাসনিম, প্রথম ভারতীয় যিনি BWF অনূর্ধ্ব-১৯ মহিলা সিঙ্গলসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছেন৷ সম্প্রতি তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, যার জন্য তিনি যোগ্য সম্মান পেয়েছেন।

 

   

এর সাথে, তাসনিম এমন রেকর্ড গড়েছেন যা ভারতীয় ব্যাডমিন্টনের আইকন সাইনা নেহওয়াল বা পিভি সিন্ধুও জুনিয়র স্তরে করতে পারেননি। BWF জুনিয়র র‍্যাঙ্কিং ২০১১ সালে শুরু হয়েছিল এবং তারপর সাইনা নেহওয়াল বা সিন্ধু জুনিয়র র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছতে করেননি।

সিন্ধু তার অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতাগুলি খেলার সময় সর্বোচ্চ ২ নম্বরে র‍্যাঙ্কে উঠেছেন। এতদিন সেটিই ছিল জুনিয়র স্তরে মহিলাদের সিঙ্গলসে ভারতীয় খেলোয়াড়ের সেরা র‌্যাঙ্কিং। অনূর্ধ্ব-১৯ স্তরে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়ে তাসনিম প্রমাণ করেছেন যে ভারত মহিলা একক বিভাগে কতটা প্রস্তুত। তাকে ভবিষ্যতের খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার বয়স এখন মাত্র ১৬ বছর।

তাসনিম মীর গুজরাটের বাসিন্দা। তার বাবা গুজরাট পুলিশের একজন সহকারী সাব ইন্সপেক্টর। জুনিয়র আন্তর্জাতিক পর্যায়ে চারটি শিরোপা জিতেছেন তাসনিম। এর মধ্যে রয়েছে বুলগেরিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ, আল্পেস ইন্টারন্যাশনাল এবং বেলজিয়ান জুনিয়রস।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর