বাংলাহান্ট ডেস্ক : রাজনীতির ময়দানে জোট বাঁধাটা নতুন কথা নয়। কিন্তু তাবলে একেবারে সারাজীবনের জন্য? এরকম চাঞ্চল্যকর ঘটনাই ঘটেছে কেরলে। দেশের সর্বকনিষ্ঠ মেয়র আর্য রাজেন্দ্রন এবং কেরলের কনিষ্ঠতম বিধায়ক শচিন দেব এবার একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। বুধবারই এই বিয়ের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন দুজনে। আপাতত বিয়ের দিনক্ষণ ঠিক না হলেও বাম নেতৃত্ব এবং পরিবারের সঙ্গে আলোচনা করে শীঘ্রই ঠিক করা হবে তা একথাও জানিয়েছেন তাঁরা।
২ বছর আগে মাত্র ২১ বছর বয়সে তিরুবন্তপুরমের মেয়র হন আর্য রাজেন্দ্রন। সবাইকে চমকে দিয়ে বরিষ্ঠ নেতা জামিলা শ্রীধরন সহ আরও দুই নেতাকে হারিয়ে দেশের কনিষ্ঠতম মেয়র হন তিনি। তিরুবন্তপুরম পুরসভায় সিপিএমের হয়ে লড়ে ১০০ টি ওয়ার্ডের মধ্যে ৫২ টিতে জয়লাভ করেন তিনি।
অন্যদিকে, বাম টিকিটেই ২০২১ সালে বালুসেরি বিধানসভা কেন্দ্র থেকে জিতে কেরলের সর্বকনিষ্ঠ বিধায়ক হন শচীন দেব। বর্তমানে ২৮ বছর বয়সি শচীন কেরালা এসএফআই এর রাজ্য সম্পাদক।
আর্য অঙ্ক নিয়ে স্নাতক ডিগ্রী লাভ করেছেন অন্যদিকে শচীন আইনের স্নাতক।
বিয়ের প্রসঙ্গে আর্য জানিয়েছেন, ‘আমরা বহু বছর ধরেই একে অপরকে চিনি এবং ভালো বন্ধুও। দীর্ঘদিন ধরে একসঙ্গে আমরা এসএফআই এর হয়ে একসঙ্গে কাজ করেছি। আমাদের সম্পর্কের ব্যাপারে প্রথমে আমরা পরিবার এবং দলের শীর্ষ নেতৃত্বকে জানাই। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সেই কারণেই ব্যাপারটি ঘোষণা করার কথা ভাবি আমরা।’
দেশের রাজনীতিতে প্রেম বিরল না হলেও এত কম বয়সে রাজনৈতিক সাফল্যের শীর্ষে ওঠা এহেন দুই যুবনেতা-নেত্রীর এহেন গাঁটবন্ধনের সিদ্ধান্ত কার্যতই নজিরবিহীন। তাঁদের এই সিদ্ধান্তে খুশির হাওয়া বাম শিবিরে।