সাফল্য নিয়ে চিন্তিত? আপনার জন্ম তারিখ বলে দেবে ভবিষ্যতের পেশা!

বাংলা হান্ট ডেস্ক: আমরা জীবনে সকলেই চাই সফল হতে। আর তার জন্য জীবনের অধিকাংশ সময়টাই ব্যয় করে দিই। যে যার নিজের পেশা নিজের ইচ্ছামত বেছে নেন। কিন্তু অনেক সময় দেখা যায় নিজের মনের মত পেশা বেছে নেওয়ার পরও সফলতা আসছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, বাড়ির চাপের কারণে অনিচ্ছার বিরুদ্ধে অপছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। অর্থাৎ বিভিন্ন কারণেই সফলতা প্রাপ্তির জায়গা বাঁধা হয়ে দাঁড়ায়। জ্যোতিষশাস্ত্র, বলছে পড়াশোনা কিংবা পরিশ্রম করেই নিজের পেশায় সফলতা পাওয়া যায় না। পেশা অনেক ক্ষেত্রে নির্ভর করে জন্ম তারিখের (Birthdate) উপর।

জন্মতারিখ (Birthdate) বলে দেয় কোন পেশায় পাওয়া যায় সফলতা:

সংখ্যাতত্ত্ব অনুসারে, যেকোনো মানুষের সফলতা পাওয়ার ক্ষেত্রে জন্মতারিখের (Birthdate) বিশেষ গুরুত্ব রয়েছে। তাই কে কোন বিষয় সফলতা পাবেন সে বিষয়ে আগেই জেনে নেওয়া ভালো। এতে করে আগামী দিনে সমস্যার মুখে পড়তে হয় না। এমনকি জন্ম তারিখ অনুযায়ী কোন গ্রহ কেমন ভাবে অবস্থান করছে সেটাও জেনে নেওয়া সম্ভব। ফলে কোন পেশা আপনার জন্য উপযুক্ত এবং কোন পেশায় আপনি সফলতা পাবেন সেই পথ মসৃণ হয়ে যায়। চলুন জেনে নিই জন্ম তারিখ অনুযায়ী কার জন্য কোন পেশা উপযুক্ত।

জন্মতারিখ অনুযায়ী পেশা নির্বাচন:

১, ১০, ১৯ এবং ২৮ তারিখ: সংখ্যাতত্ত্ব অনুসারে, এই জন্মতারিখে (Birthdate) ব্যক্তিদের উপর রবির সুপ্রভাব থাকে। তাই এই তারিখে জন্মানো ব্যক্তিদের রাজনীতি, বিলাসবহুল দ্রব্যের ব্যবসা, পরিচালনা, ব্যবস্থাপনা, প্রশাসনিক কাজ, সরকারি দপ্তরে কাজ এবং শিক্ষাক্ষেত্রকেই পেশা হিসেবে বেছে নেওয়া উচিত। এই পেশায় নিযুক্ত হলে আপনাদের জীবনের সফলতা আসতে পারে।

এরপরে জন্মতারিখ (Birthdate) ২, ১১, ২০ এবং ২৯: এই তারিখে জন্মানো ব্যক্তিদের উপর চন্দ্রের বিশেষ দৃষ্টি থাকে। ফলে এই ব্যক্তিরা ব্যবসা, অভিনয় জগত, নৌ সেনায় কিংবা ভ্রমণ সংস্থায় কাজ করতে পারেন। এতে করে আপনার জীবনে চলার পথটা অনেকটাই মসৃণ হয়ে যায়।

Your birthdate will tell you your profession according to numerology
Your birthdate will tell you your profession according to numerology

এরপর জেনে নিন ৩, ১২, ২১ এবং ৩০ তারিখ: সংখ্যাতত্ত্ব বলছে, এই সমস্ত ব্যক্তিদের উপর দেবগুরু বৃহস্পতির গুরু আশীর্বাদ থাকে। তাই এরা যদি শিক্ষক, পুরোহিত, ধর্মগুরু, বিচারক, রাজনীতিবিদ, ডাক্তার, উকিল এই সমস্ত পেশা বেছে নেয় নিজের জীবনে, তাহলে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে।

৪, ১৩, ২২ এবং ৩১: উল্লেখিত জন্মতারিখে (Birthdate) জন্মানো ব্যক্তিরা রাহুর প্রভাবে প্রভাবিত হয়। তাই এই সমস্ত ব্যক্তিদের জন্য আমদানি-রপ্তানির ব্যবসা, প্রযুক্তি সংক্রান্ত কাজ, হোমিওপ্যাথিক ডাক্তার, চিত্রগ্রাহক, চিত্রপরিচালক, নিরাপত্তারক্ষী, বিমান সেবিকা, পাইলট হিসেবে নিযুক্ত হওয়া উচিত। এতে করে মনের মত সাফল্য অর্জন করা যায়।

৫, ১৪ এবং ২৩ তারিখ: সংখ্যাতত্ত্ব অনুসারে, এই বিশেষ তারিখে জন্মানো ব্যক্তিদের উপর বুধের সুপ্রভাব থাকে। তাই বলা হচ্ছে আপনাদের জন্য, গণিতজ্ঞ, অ্যাকাউন্টেন্ট, উকিল, সিএ, সঙ্গীতশিল্পী, বাচিকশিল্পী, ব্যাঙ্ক, বিমা প্রতিষ্ঠানে কাজ করা উপযুক্ত পেশা। এছাড়াও ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন।

আরও পড়ুনঃ সপরিবারে প্রধানমন্ত্রীর কাছে হাজির কাপুররা! কী চলছে রণবীর-করিনাদের বাড়ির অন্দরে?

৬, ১৫ এবং ২৪ জন্ম তারিখ: এই ব্যক্তিদের উপর সর্বদা শুক্র সহায় থাকে। এর ফলে আপনারা অভিনেতা-অভিনেত্রী হিসাবে, সঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত কিংবা নৃত্য, অঙ্কন ইত্যাদি বিভিন্ন শিল্প নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও পোশাকশিল্পে, গহনা নির্মাণে, প্রসাধনী দ্রব্যে, ব্যাঙ্ক, বীমা ইত্যাদিতে কাজ করতে পারেন। এই তারিখে জন্মানো ব্যক্তিদের এই সমস্ত পেশায় সফলতা পাওয়ার যোগ থাকে।

আরও পড়ুনঃ একগুচ্ছ ট্রেন বাতিল ডিসেম্বর টু মার্চ! টিকিট কাটার আগে দশবার ভাবুন! লিস্ট না দেখলেই চরম ভোগান্তি

৭, ১৬ এবং ২৫ তারিখ: এই তারিখে জন্মানো জাতক জাতিকাদের উপর কেতুর প্রভাব সর্বদা বিরাজমান। এরা যে কোন আধ্যাত্মিক কাজ, ধর্মীয় কাজে নিযুক্ত হতে পারেন। এছাড়াও এদের জন্য গবেষণা, গোয়েন্দা বিভাগ, চিকিৎসা বিভাগেও কাজ করলে বেশ ভালো ফলাফল পেতে পারেন।

৮, ১৭ এবং ২৬ তারিখ: সংখ্যাতত্ত্ব অনুসারে, এই তারিখে জন্মানো ব্যক্তিদের উপর শনির কৃপা থাকে। তাই এরা লোহা তেল কিংবা কায়িক পরিশ্রমের মতো পেশায় নিযুক্ত হতে পারেন। এতে করে আপনি জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি সফলতা অর্জন করবেন।

আরও পড়ুনঃ মাথা ব্যথায় ভুগছেন? দৃষ্টিশক্তি হচ্ছে ক্ষীণ? অবহেলা করলেই বিপদ, জানুন ব্রেন টিউমারের ৫ টি উপসর্গ

শেষ তারিখগুলি হচ্ছে, ৯, ১৮ এবং ২৭ তারিখ: এই জন্মতারিখে (Birthdate) ব্যক্তিদের উপর মঙ্গলের প্রভাব থাকে। তাই এরা সেনা পুলিশ ইত্যাদি ঝুঁকিপূর্ণ কাজে যোগ দিতে পারেন। এমনকি ছোট থেকে এই বিষয়ে অনুশীলন করলেও আগামী ভবিষ্যৎ অনেকটাই মজবুত হয়ে ওঠে।

(এই প্রতিবেদনটি পুরোটাই সংখ্যাতত্ত্বের উপর নির্ভর করে লেখা হয়েছে, এর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর