এবার বিনা কাগজপত্রেই পাবেন পার্সোনাল লোন! সহজেই হাতে আসবে ক্যাশ, জানুন পদ্ধতি

বাংলা হান্ট ডেস্ক: বিপদে-আপদে কোন না কোন কারণে লোন (Loan) অনেকেরই প্রয়োজন পড়ে। বিশেষ করে, দ্রুত টাকা পাওয়ার জন্য পার্সোনাল লোনের উপর ভরসা করেন। এতে করে কম সময় টাকা সহজেই পাওয়া যায়। কিন্তু লোন পেতে গিয়ে সমস্যা হয়ে দাঁড়ায় কাগজপত্রের কারণে। সঠিক কাগজপত্র জমা দিতে না পারলে লোন খারিজ হয় না। আবার যদিও কষ্ট করে লোন পেয়ে যান কিন্তু দেখা যায় তাতে অনেক সময় লেগে যাচ্ছে। এই ডকুমেন্টসের চক্করে নাজেহাল হতে হয় প্রায় অধিকাংশ গ্রাহককে। কিন্তু জানেন! বিনা ডকুমেন্টসেই আপনি পেতে পারেন পার্সোনাল লোন। উপায়টি না জানা না থাকলে আজই জানুন।

বিনা কাগজপত্রেই পেতে পারেন পার্সোনাল লোন (Loan):

খুব কম সময় পার্সোনাল লোন (Loan) পেতে গেলে যেতে হবে আপনাকে ব্যাঙ্কে। আপনি যে ব্যাঙ্কের গ্রাহক অবশ্যই সেখানেই যান। এছাড়াও আপনি অন্য কোনো লোন কোম্পানি থেকেও পেতে পারেন। কিন্তু একমাত্র ব্যাঙ্কেই সুবিধা রয়েছে কাগজপত্র ছাড়া পার্সোনাল লোন পাওয়ার। এতে করে হয়রানিও কম করতে হয়। সেই সাথে বিপদের সময় দ্রুত লোন পাওয়া যায়।

Your personal loan approved without documents

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ব্যাঙ্ক থেকে পাবেন লোন: আসলে বর্তমান সময়ে ব্যাঙ্ক নিরাপত্তার জন্য নানা রকমের পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে KYC-এর মতো সুবিধা এনেছে। ফলে ব্যাঙ্কে আগে থেকেই আপনার সমস্ত জরুরী কাগজপত্র জমা দেওয়া থাকে। অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, আপনার ঠিকানা ইত্যাদি তথ্য জমা রয়েছে ব্যাঙ্কে। এছাড়াও ওই ব্যাঙ্কে আপনার যদি আগে লোনের কোন ইতিহাস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আয়ের উৎস, আয়ের প্রমাণ সবই নথিই জমা থাকে। যাদের এই সমস্ত তথ্য আগে থেকেই থাকে তাদের আর নতুন করে পার্সোনাল লোন (Loan) নেওয়ার জন্য সময় ব্যয় করতে হয় না।

আরও পড়ুনঃ ট্রুডোর পর কানাডার প্রধানমন্ত্রী হবেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ? সামনে এল বড় আপডেট

এই লোন কতক্ষনের মধ্যে পাওয়া যায়: জানা গিয়েছে, ব্যাঙ্কে আপনার যাবতীয় তথ্যের রেকর্ড থাকলে বেশি সময় খরচ করতে হয় না। তার জন্য আপনাকে দ্রুত আবেদন করতে হবে। তাহলেই জরুরি সময়ে পার্সোনাল লোন পেতে সময় লাগবে বড় জোর ৩০ মিনিট থেকে ৪ ঘন্টা পর্যন্ত। শুধু তাই নয়, লোন নেওয়ার পাশাপাশি আপনি ঠিক করে নিতে পারেন আপনার মাসিক উপার্জন অনুসারে ইএমআই পরিশোধ করার মূল্য। অর্থাৎ খুব সহজেই আপনি এর সুবিধা পেয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের আশায় জল! DA মামলার শুনানি পিছোতেই বিকাশ যা বললেন … জোর শোরগোল!

এছাড়াও আপনার ক্রেডিট স্কোর যদি ভালো থাকে এক্ষেত্রে লোন পাওয়া আরো সহজ হয়ে যায়। জানিয়ে রাখি, ব্যাঙ্ক থেকে লোন নিলে নিরাপত্তার যেমন সুবিধা থাকে। সেই সাথে আপনি নির্দিষ্ট ব্যাঙ্কের গ্রাহক হওয়ার কারণে দ্রুত লোন খারিজ করে দেয় ব্যাঙ্কে কর্মরত আধিকারিকরা। তবে হ্যাঁ, সঠিক মত ইএমআই শোধ করতে পারলে আগামী দিনে লোন নেওয়ার পথ আরো সহজ হয়ে যায়। আপনার যদি দ্রুত পার্সোনাল লোনের (Loan) প্রয়োজন তাহলে অবশ্যই এইভাবে নিতে পারেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর