বিধায়কের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, ‘ব্রেকডাউন হয়েছিল’, জানালেন শওকত

Updated on:

Updated on:

Youth dies after being hit by MLA Saokat Molla's car

বাংলা হান্ট ডেস্কঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ। মঙ্গলবার সকালে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) গাড়ি ধাক্কা মারে ওই যুবককে। দুর্ঘটনার পর যুবককে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। দীর্ঘ লড়াইয়ের পরও শেষরক্ষা হল না আহত যুবকের। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে দুঃখপ্রকাশ করেছেন বিধায়ক।

ঠিক কী ঘটেছিল?

সূত্রের খবর অনুযায়ী জানা যায়, সকালবেলা ভাঙড় থেকে কলকাতা যাচ্ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। তাঁর সঙ্গে ছিল কলকাতা পুলিশের একটি পাইলট কার। বামনঘাটা এলাকায় আচমকাই সেই পাইলট কার সামনে থাকা একটি বাইকে ধাক্কা মারে। মুহূর্তেই ছিটকে পড়েন বাইক আরোহী। চুরমার হয়ে যায় বাইকটি।

আহত যুবকের নাম মহম্মদ তাজউদ্দিন। কড়েয়া থানার বাসিন্দা তিনি। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানে শুরু হয় চিকিৎসা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই তরুণ।

ব্রেক ডাউন হওয়ার ফলেই দুর্ঘটনা, বললেন বিধায়ক (Saokat Molla)

ঘটনা জানার পর গভীর দুঃখপ্রকাশ করেন   শওকত মোল্লা (Saokat Molla)। তাঁর দাবি, “গাড়িটা ব্রেক ডাউন হওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এটি সম্পূর্ণ দুর্ভাগ্যজনক।” ঘটনার পর ক্ষতিগ্রস্ত পাইলট কারটিও ধাক্কা খেয়ে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ঠেকে এবং মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। তবে বিধায়ক নিজের গাড়িতে থাকায় চালকের বুদ্ধিতে অল্পের জন্য রক্ষা পান তিনি।

Youth dies after being hit by MLA Saokat Molla's car

আরও পড়ুনঃ বিধানসভায় নিরাপত্তা নিয়মে ব্যতিক্রম মুখ্যমন্ত্রী, ক্ষোভে ফুঁসছেন শুভেন্দু, আদালতের পথে হাঁটার হুঁশিয়ারি

বিধায়কের (Saokat Molla) গাড়ির ধাক্কায় অকালেই প্রাণ গেল তরুণ তাজউদ্দিনের। এই ঘটনায় বিধায়ক শোকপ্রকাশ করলেও মৃত্যু ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।