এখনও বাংলায় দেখা নেই ইউসুফের! কবে শুরু করবেন ভোট প্রচার? যা জানাল তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ একসময় ব্যাট হাতে বাইশ গজে রাজত্ব করেছেন, তবে এবার ময়দানটা আলাদা। বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান (Yusuf Pathan) এবার নামতে চলেছেন ‘ভোট-যুদ্ধে’। চব্বিশের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই জোড়াফুল শিবিরের (TMC) একাধিক প্রার্থী প্রচার শুরু করে দিলেও দেখা নেই ইউসুফের। কবে বাংলায় আসছেন তিনি? এবার জানিয়ে দিল দল।

ব্রিগেডের জনগর্জন সভা থেকে বহরমপুরের (Baharampur Lok Sabha Constituency) প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল ইউসুফের নাম। তবে ক্রিকেট নিয়ে বেশ ব্যস্ত ছিলেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার। সেই কারণে কেন্দ্রে আসার সময় পাননি। অবশেষে আগামী ২১ মার্চ তথা বৃহস্পতিবার বহরমপুরে আসছেন জোড়াফুল প্রার্থী।

আগামীকাল বহরমপুরের জেলা কার্যালয়ে আসবেন তিনি। সেই কারণে ওইদিন বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার রাজ্য স্তর থেকে শুরু করে অঞ্চল স্তরের নেতা-নেত্রীদের আবশ্যিকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গেই নির্বাচিত জনপ্রতিনিধিদেরও আসতে বলা হয়েছে। সেই সঙ্গেই দলের কর্মীদেরও নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ফের উত্তপ্ত সন্দেশখালি! তৃণমূল নেতাদের ঘিরে ফেললেন মহিলারা, নামল RAF

সম্প্রতি তৃণমূলের জেলা সভাপতি ও চেয়ারম্যানের তরফ থেকে এমনই নির্দেশিকা পাঠানো হয়েছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ইউসুফ যেদিন আসবেন সেদিনই  শহরের বুকে শক্তি প্রদর্শন করে দেখাতে চায় দল। জানা যাচ্ছে, আগামীকাল থেকেই লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) জোরকদমে প্রচারও শুরু হয়ে যাবে। ব্যাট হাতে ইউসুফ যেমন ‘ঝোড়ো ব্যাটিং’ করতেন, ভোটের ময়দানেও যাতে তেমনটাই করতে পারেন, সেটাই বহরমপুরের তৃণমূল নেতৃত্ব নিশ্চিত করতে চায় বলে খবর।

বহরমপুরের প্রার্থী হিসেবে ইউসুফের নাম ঘোষণা হয়েছে প্রায় ১০ দিন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তাঁর নামে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। তবে এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও তারকা প্রার্থীকে একবারও চাক্ষুষ না দেখতে পেয়ে এলাকার কর্মীদের খানিক মন খারাপ হয়ে গিয়েছিল বলে খবর। তবে আগামীকাল তাঁদের সেই আক্ষেপ মিটতে চলেছে। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি এই প্রসঙ্গে বলেন, বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ ইউসুফ পাঠানের জন্য অপেক্ষা করে আছেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটার পালা। বহরমপুরের রাজপথে মানুষের ঢল নামবে। সেই সঙ্গেই অধীররঞ্জন চৌধুরীর বিদায়ঘণ্টাও বেজে যাবে বলে দাবি করেন তিনি।

yusuf pathan tmc candidate coming to baharampur for election campaign

কংগ্রেস যদিও এই কেন্দ্রে জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। মুখপাত্র জয়ন্ত দাসের কথায়, ‘লোকসভা ভোটে তৃণমূলের তরফ থেকে অতীতেও প্রচুর হেভিওয়েট বহিরাগতকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। তবে এখানকার মানুষের মনে অধীরদা পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত’। কংগ্রেস এখনও আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা না করলেও পাঁচবারের সাংসদ অধীররঞ্জন চৌধুরীই যে এখানে দাঁড়াবেন তা একপ্রকার পাকা। অপরদিকে বহরমপুর কেন্দ্রে বিজেপি টিকিট দিয়েছে নির্মল সাহাকে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর