বাংলা হান্ট ডেস্কঃ সংসদে উপস্থিতি কম থাকার অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার নাম না করেই জবাব দিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। বৃহস্পতিবার বহরমপুরে দলের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নিজের উপস্থিতির হার ও কর্মক্ষমতা নিয়ে তথ্য স্পষ্ট করেন। একইসঙ্গে ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও বাংলা ভাষার মর্যাদা রক্ষায় তাঁর অবস্থানও প্রকাশ করেন।
নিজের অবস্থান স্পষ্ট করেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)
বৃহস্পতিবার বহরমপুরে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে যোগ দিয়ে ইউসুফ পাঠান (Yusuf Pathan) বলেন, সংসদের অফিসিয়াল ওয়েবসাইটেই উপস্থিতির সব তথ্য প্রকাশিত থাকে, যা যেকেউ দেখে নিতে পারেন। তাঁর উপস্থিতির হার প্রায় ৪৯ শতাংশ বলেও জানান তিনি। এদিন গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে ইউসুফ বলেন, “আমি কারও নাম নিচ্ছি না। আপনারা তথ্য অনলাইনে দেখে নিতে পারেন।”
শুধু উপস্থিতি বিতর্কে নয়, ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ইস্যুতেও সোজাসাপ্টা অবস্থান নেন ইউসুফ। তিনি জানান, ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তিনি। প্রয়োজনে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে শ্রমিকদের সমস্যার কথা জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন। বাংলাভাষার অপমানের অভিযোগে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা নিয়ে যে অবস্থান নিয়েছেন, আমি তার সম্পূর্ণ সমর্থন করি।”
বাংলা ভাষা নিয়ে ইউসুফ পাঠান (Yusuf Pathan) এদিন বলেন যে, “বাংলা খুব সুন্দর ভাষা। বাংলাভাষী মানুষ দেশের জন্য অনেক অবদান রেখেছেন। আমাদের সবার উচিত এই ভাষার সম্মান করা।” তিনি আরও বলেন, “আমাদের দেশে প্রত্যেক রাজ্যের নিজস্ব ভাষা রয়েছে। যে ভাষায় মানুষ কথা বলে, সেটি শেখা ও বলা উচিত।” এদিন ইউসুফের বক্তব্যে, ভাষার বৈচিত্র্যই যে ভারতের আসল শক্তি, তা স্পষ্ট বুঝিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ বাংলাদেশি সন্দেহে আটক বিতর্কে নির্দেশ নয়, কেন্দ্র-রাজ্যের মত জানতে চাইল শীর্ষ আদালত
প্রসঙ্গত, সংসদে উপস্থিতি বিতর্ক থেকে শুরু করে ভাষা ও শ্রমিক হেনস্থা, একই দিনে দুটি বিষয়েই বার্তা দিলেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। একদিকে দলের অভ্যন্তরীণ সমালোচনার জবাব, অন্যদিকে বাংলার মানুষ ও ভাষার প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি স্পষ্ট করলেন নিজের অবস্থান।