জল-রাস্তা নয়, ‘স্টার’ ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের সুযোগ! বহরমপুরে প্রতিশ্রুতি ইউসুফের

বাংলা হান্ট ডেস্ক : দোল উৎসবে বহরমপুরে (Behrampur) প্রচারে এসে আম জনতার সাথে রঙ খেলায় মাতলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী ইউসুফ পাঠান (Yusuf Pathan)। সেই সঙ্গে বহরমবাসীর সামনে এক লোভনীয় প্রতিশ্রুতিও দিলেন। জানালেন, ভোটে জিতলে বহরমবাসীর এমন এক ইচ্ছা তিনি পূরণ করবেন যা দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর স্বপ্ন।

নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করেছে বহরমপুরের স্টার প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। দোলের দিনও জনসংযোগ বজায় রাখলেন তিনি। সেই সময় সকলেই ভেবেছিলেন ইউসুফের সাথে প্রচারের সময় হয়ত অন্যান্য ক্রিকেটাররাও আসবেন। বাকি কেউ না এলেও অন্তত ইরফান পাঠানকে দেখতে পাবেন বলে আশা করেছিলেন বহরমপুরের ক্রিকেটপ্রেমীরা।

এইদিন সেই ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যেই বিরাট ঘোষণা করলেন ইউসুফ পাঠান। জানালেন, ভোটে জিতলে আগামী ৫ বছর তিনি তার সতীর্থদের সাথে বহরমপুরবাসীর দেখা করার সুযোগ করে দেবেন। তবে আপাতত তার ভাই ইরফান বাংলায় আসতে পারছেননা বলে জানিয়েছেন ইউসুফ। যদিও সেটা একপ্রকার জানাই ছিল। ইরফান আপাতত IPL-এ ধারাভাষ্য দিতে ব্যস্ত।

আরও পড়ুন : বিরাট লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর, গ্রিন লাইন চালু হতেই আয় বাড়ল তিন গুন

তৃণমূলের তারকাপ্রার্থীর মুখে এই প্রতিশ্রুতি শুনে উত্তেজনায় টগবগ করছে বহরমপুরের ক্রিকেটপ্রেমীরা। যদিও তার সমালোচনা করতেও ছাড়ছেনা কিছুজন। বিরোধীরা তো ইতিমধ্যেই ইউসুফের এই বক্তব্য নিয়ে তৃণমূলের তুলোধুনো করতে শুরু করে দিয়েছে। এইদিন কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, ‘রাজনীতি কোনও ‘গেম-শো’ নয়। রাজনীতির ময়দানে ক্রিকেটারদের প্রচারে এনে ভোটারদের গুরুত্ব লঘু করা হচ্ছে।’ বিরক্তি প্রকাশ করেছে আম জনতাও। নেটিজেনদের মতে, সাধারণ মানুষের সর্বাগ্রে প্রয়োজন জল, রাস্তা, চিকিৎসা, শিক্ষার মত সুযোগসুবিধা।

আরও পড়ুন : এই মহারথীকে বাদ দিয়েই দ্বিতীয় ম্যাচ খেলবে KKR, থাকছে বড় চমক! জানুন বিস্তারিত

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। সাত দফার এই নির্বাচনে লড়বে দেশের সমস্ত রাজনৈতিক দল। শাসক থেকে বিরোধী প্রত্যেকেই নিজ নিজ হাতিয়ার নিয়ে তৈরী। আসন্ন নির্বাচনে বাংলার উপর বিশেষ নজর রয়েছে বিজেপির। ২০২১ এর বিধানসভা নির্বাচনে লজ্জাজনক হারের পর লোকসভা নির্বাচন কোনোভাবেই হাত থেকে যেতে দিতে রাজি নয় গেরুয়া শিবির। এমন পরিস্থিতিতে তৃণমূলও পাল্টা জবাব দেওয়ার জন্য পুরোদস্তুর তৈরী।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর