যুবভারতী কাণ্ডে দায় কার? শোকজের জবাবে রাজীব কুমার, ক্রীড়া সচিব, বললেন…

Published on:

Published on:

Yuva Bharati Chaos Top Officials Submit Show Cause Replies
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত ১৩ ডিসেম্বর কলকাতা সফরে আসেন ফুটবল তারকা লিওনেল মেসি। মেসিকে এক পলক দেখার আশায় যুবভারতী (Yuva Bharati) স্টেডিয়ামে হাজার হাজার মানুষ টিকিট কেটে এসেছিলেন। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তা নিয়ে সমস্যা, ভিড় সামলাতে ব্যর্থতা এবং দর্শকদের ক্ষোভে তৈরি হয় বিশৃঙ্খলা। শেষ পর্যন্ত মেসিকে খুব অল্প সময়ের মধ্যেই মাঠ ছাড়তে হয়। এই ঘটনার পরেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই প্রেক্ষিতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়।

শোকজ এর কারণ জমা দিলেন রাজ্য পুলিশ প্রশাসনের তিন শীর্ষ কর্তা

যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা নিয়ে গঠিত তদন্ত কমিটির কাছে শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ তিন কর্তা। নির্দিষ্ট সময়ের মধ্যেই লিখিত বয়ান জমা পড়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি মঙ্গলবার এই তিন শীর্ষ কর্তাকে শোকজ করেছিল। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ ছিল। সূত্রের খবর, সেই সময়সীমার মধ্যেই তদন্ত কমিটির কাছে তাঁদের লিখিত জবাব জমা পড়েছে।

সূত্রের দাবি, শোকজের জবাবে ক্রীড়া সচিব রাজেশ কুমার সিনহা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, মেসির অনুষ্ঠানের জন্য যে পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল, বাস্তবে অনুষ্ঠানটি সেই পরিকল্পনা অনুযায়ী হয়নি। প্রাথমিক পরিকল্পনার সঙ্গে মূল অনুষ্ঠানের বিস্তর ফারাক ছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, এই পরিবর্তন করা হয়েছিল উদ্যোক্তা সংস্থার তরফে।

যুবভারতী (Yuva Bharati) বিশৃঙ্খলার জন্য সপ্তদ্র গাফিলতির দিকেই ইঙ্গিত

অর্থাৎ যুবভারতী (Yuva Bharati) বিশৃঙ্খলার জন্য সরাসরি আয়োজক সংস্থা এবং উদ্যোক্তা শতদ্রু দত্তর গাফিলতির দিকেই ইঙ্গিত করেছেন ক্রীড়া সচিব। পাশাপাশি তিনি শোকজের জবাবে এটাও নাকি স্পষ্ট করে জানিয়েছেন যে, ওই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলার দায়িত্ব ক্রীড়া দপ্তরের হাতে ছিল না।

তবে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শোকজের জবাবে ঠিক কী লিখেছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। এই বিষয়ে রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। একইভাবে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারের পক্ষ থেকেও কোনও মন্তব্য মেলেনি।

উল্লেখ্য, গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে (Yuva Bharati) লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র ২৩ মিনিটের মধ্যেই নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। অভিযোগ ওঠে, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে সাধারণ দর্শকরা মেসিকে ঠিকভাবে দেখতেই পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে অনেক দর্শকই খালি হাতে ফিরে যান।

আরও পড়ুনঃ আগাম জামিন নিয়েই বিপদ! হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট, কোন মামলায়?

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে (Yuva Bharati) ভাঙচুর চালায়। ঘটনার পরেই পুলিশ আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার তিন শীর্ষ কর্তাকে শোকজ করে তদন্ত কমিটি। এবার শোকজের জবাব জমা পড়ল। এখন তদন্ত কমিটি এই জবাবগুলি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ কী নেয়, সেদিকেই নজর।