বাংলাহান্ট ডেস্ক: ‘অ্যাডভান্স বেবি’, ছোট থেকে এমনি তকমা পেয়ে আসছে ইউভান (yuvaan)। রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (subhashree ganguly) ছোট্ট ছেলে জন্মের পর মুহূর্ত থেকেই সেলিব্রিটি। অন্য তারকাদের মতো ছেলেকে ক্যামেরার আড়াল করে রাখেননি রাজ শুভশ্রী। হাসপাতাল থেকেই তার ছবি শেয়ার করেছিলেন দুজনে। এই এক বছরে ইউভানের বড় হয়ে ওঠার ছোট্ট ছোট্ট মুহূর্ত ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে।
মাত্র ছয় মাস বয়স থেকেই টলোমলো পায়ে ভর দিয়ে দাঁড়াতে শিখে গিয়েছিল ইউভান। তাই সে অ্যাডভান্স বেবি। আর এখন তো তার পেছনে ছুটতে গিয়ে কাহিল হয়ে পড়েন মা শুভশ্রীও। কিছুদিন আগেই প্লাস্টার করা ভাঙা পা দিয়ে ছেলেকে সামলানোর কথা জানিয়েছিলেন অভিনেত্রী। আর এবারে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়ল ছোট্ট ইউভান।
আরবানা কমপ্লেক্সের মাঠে টলোমলো পায়ে দৌড়াতে দেখা গিয়েছে একরত্তিকে। কোঁকড়া চুলে ঝুঁটি বেঁধে মাঠের এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছে সে। কখনো ফুটবল নিয়ে আবার কখনো স্লিপ চড়তে ব্যস্ত খুদে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল।
কিছুদিন আগেই বাড়িতে শরীরচর্চা করতে দেখা গিয়েছিল ইউভানকে। ঘরে কাঠের পাটাতন ধরে ঝুলে ‘চিন আপ’ এক্সারসাইজ করছিল সে। নীচ থেকে শক্ত করে ইউভানকে ধরে রেখেছিলেন রাজ। দিব্যি কিছুক্ষণ ঝুলে ঝুলে কসরত করেছে ইউভান। একফাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসিও উপহার দিয়েছে। বাবা-ছেলের কাণ্ড ক্যামেরা বন্দি করেছেন শুভশ্রী। গর্বিত বাবা রাজ লিখেছেন, ‘চিন আপ করে শরীরচর্চা করছে ইউভান’।
‘টলিউডের তৈমুর’ বলেও পরিচিতি পেয়েছে শুভশ্রীর ‘রাজপুত্র’। এক মাথা কোঁকড়া চুল, বড় বড় চোখ আর দুষ্টু মিষ্টি হাসি দিয়ে সকলের মন ভুলিয়ে দিতে পারে ইউভান। বাবা পরিচালক, মা নামী অভিনেত্রী। বড় হয়ে ইউভান যদি ফিল্মি জগতে আসে তবে নায়ক হিসেবে তার জায়গা পাকা হতেই পারে।
এ নিয়ে দ্বিমত নেই নেটনাগরিকদের। শুভশ্রী আগেই জানিয়েছিলেন, ছবির শুটিংয়ের সময় ইউভানকে সঙ্গেই রাখবেন তিনি। আউটডোর শুট হলেও ছেলেকে নিয়েই যাবেন। শুটিংয়ের পরিবেশেই বড় হোক ইউভান, এমনটাই চান শুভশ্রী।
‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই