যেন ‘কিউটের ডিব্বা’, রাজ-শুভশ্রী পুত্র ইউভানের মনভোলানো হাসিতে মজে নেটপাড়া, ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের মতো টলিউডেও (tollywood) তারকা সন্তানদের নিয়ে মাতামাতির কমতি নেই। আর এই খুদে সেলিব্রিটিদের তালিকায় প্রথম নামই আসবে রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly) ছেলে ইউভানের (yuvaan)। জন্মের দিন থেকেই নেটজনতার হৃদয়ে পাকাপাকি ভাবে স্থান করে নিয়েছে ছোট্ট ইউভান। যত দিন যাচ্ছে ততই বাড়ছে তার জনপ্রিয়তা।

মাঝে মাঝেই ছেলের ছবি (photo), ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন শুভশ্রী ও রাজ। এছাড়া অভিনেত্রীর ফ‍্যানপেজ থেকেও ইউভানের না দেখা বেশ কিছু ছবি শেয়ার হয়। সম্প্রতি এমনি কিছু ছবি শেয়ার করা হয়েছে শুভশ্রীর ফ‍্যানপেজের তরফে।


ইউভানের কয়েকটি ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। নীল হলুদ প্রিন্টের জামা ও সাদা প‍্যান্ট পরে দেখা গিয়েছে ইউভানকে। ছবি দেখে বোঝা যাচ্ছে খাবার আগের বা পরের ছবি এগুলো। ক‍্যামেরার দিকে হাসিমুখে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে ছোট্ট ইউভানকে।

https://www.instagram.com/p/CK-aEVTjMx4/?igshid=1cg871s78pcld

সম্প্রতি ইউভানের একটি নতুন ভিডিও শেয়ার করেন রাজ। ক‍্যামেরা দেখেই খিলখিলিয়ে হেসে উঠতে দেখা যায় ছোট্ট ইউভানকে। আবার মাঝে মাঝে খুব সিরিয়াস ভঙ্গিতেও ক‍্যামেরার দিকে তাকাতে দেখা যায় তাকে। ভিডিওটি শেয়ার করে রাজ লেখেন, ‘কি উত্তেজনা’। খুদে তারকার এই মিষ্টি ভিডিও মুহূর্তে ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

সম্প্রতি বিরাট অনুষ্কা মেয়ের নাম ও ছবি প্রকাশ‍্যে আনেন সোশ‍্যাল মিডিয়ায়। তবে মেয়ের মুখ একেবারেই দেখাননি তাঁরা। কিন্তু তা সত্ত্বেও ‘বলিউড সিটি’ নামে একটি ইউটিউব চ‍্যানেল প্রকাশ করে ভামিকার মুখের ছবি। তবে তা ভামিকার নয়, বরং ইউভানের।

ভিডিওটির ‘থাম্ব নেল’এ দেখা যায় ইউভানকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। আসলে ছবিটি রাজেরই। তবে টলিউড পরিচালকের মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে বিরাটের মুখ ও কোলের ইউভানকে চালানো হয়েছে ভামিকা বলে।

বিষয়টি প্রকাশ‍্যে আসতেই শুরু হয় ট্রোল। শুভশ্রী গাঙ্গুলীর ফ‍্যানপেজের তরফে রাজ ও ভাইরাল থাম্ব নেলটি পাশাপাশি কোলাজ করে তুলে ধরা হয়। অভিযোগ জানানো হয়, বলিউড ইউভানের ছবিকে ভামিকার বলে চালাচ্ছে। এমনকি বিষয়টি নজরে আসতে শুভশ্রী নিজেও স্টোরিতে পোস্ট করেন এই ছবি।

X