2002 সালে ভারতীয় ক্রিকেটে ঘটে যায় এক চিরস্মরণীয় ঘটনা। সেই সময় ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত ন্যাটওয়েস্ট ফাইনাল জেতে। সেই ম্যাচ জেতার আনন্দে নিজের জার্সি খুলে উড়িয়ে ছিলেন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেই ঘটনা আজ পর্যন্ত সকল ভারতীয় ক্রিকেট প্রেমীর মনে গেঁথে রয়েছে। তবে সেই ম্যাচে শুধুমাত্র সৌরভ গাঙ্গুলি একাই নন সেই ম্যাচে জার্সি খুলেছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংও। তবে সেই সময় সকলের নজরের আড়ালেই থেকে গিয়েছিলেন যুবি।
2002 সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল ম্যাচ নিয়ে একটি সাক্ষাৎকারে যুবি সিং জানিয়েছেন, ফাইনাল ম্যাচের পর অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সাথে আমিও জার্সি খুলে ফেলেছিলাম কিন্তু সেই সময় ইংল্যান্ডে খুব ঠান্ডা থাকার কারণে আমি জার্সির ভিতর একটা সাদা টিশার্ট পড়েছিলাম। তাই সেই সময় আমার জার্সি খোলাটা কারুর নজরে পড়ে নি। সেই দিন যুবি কারুর নজরে না আসার কারনে যুবিকে নিয়ে চর্চাও হয় নি।
সেই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে 325 রান করে ভারত কে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল ইংল্যান্ড। ভারতের ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন সৌরভ- ভিরু জুটি। কিন্তু শচীন আউট হয়ে যাওয়ার পরই উৎসব শুরু করে দিয়েছিল ইংল্যান্ড। সেই সময় ভারতীয় দলের হাল ধরেন যুবি এবং মহম্মদ কাইফ। এই দুজনের ব্যাটে ভর করেই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জিতে যায় ভারত।