ছেলের সুন্দর ভিডিও পোস্ট করলেন যুবরাজ সিং ও হ্যাজেল, আবেগঘন হল ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতকে দুই ভিন্ন ফরম্যাটে একটি করে বিশ্বকাপ জেতানো প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং সদ্য পিতৃত্বের স্বাদ অনুভব করেছেন। তিনি এবং তার স্ত্রী হ্যাজেল কিচ নিজেদের ছেলের কোনওরকম ছবি এতদিন প্রকাশ্যে আনতে নারাজ ছিলেন। কিন্তু এবার নিজেরাই তাদের পুত্রসন্তানের একটি ভিডিও শেয়ার করেছেন। তার ছেলের এই সুন্দর পোস্টটি ভিডিওটি মন কেড়েছে নেটিজেনদের।

যুবরাজ সিংয়ের এবং তার স্ত্রী হ্যাজেল কিচ গত জানুয়ারিতেই একটি পুত্র সন্তানের পিতামাতা হয়েছেন। যুবরাজ সিং-এর ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওতে ভক্তরা তার সন্তানকে প্রথমবার চোখের দেখা দেখলেন।

 

View this post on Instagram

 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)

ভিডিওটিতে যুবরাজ সিং এবং হ্যাজেল কিচকে একটি হাসপাতালের ভেতর দেখা যায়। এই ভিডিওটিতে, ভারতকে বিশ্বকাপ জেতানো অলরাউন্ডারের স্ত্রী হ্যাজেল কিচ ভক্তদের সাথে তার নিজের মা হয়ে ওঠার পর্যায়ের ৯ মাসের যাত্রা ভাগ করে নিয়েছেন। তবে এই ভিডিওতে যুবরাজ সিংয়ের ছেলের চেহারা খুব একটা স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটিকে ভক্তরা বেশ পছন্দও করেছেন।

৭ বছর আগে ২০১৫ সালের ১২-ই নভেম্বর হ্যাজেল কিচ এবং যুবরাজ সিংয়ের বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল। তারও একবছর পরে নভেম্বর মাসের ৩০ তারিখে তাদের বিবাহ হয়। হ্যাজেল কিচ ভারতীয় না হলেও তাদের বিবাহে সমস্যা হয়নি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর