বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলে (IPL) তিনি ধারাবাহিকভাবে রান যখন করছিলেন, তখন অনেকেই তাকে ভবিষ্যতের যুবরাজ সিং (Yuvraj Singh) বলছিলেন। আবার অনেকেই মনে করেছিলেন যে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে খেলার সুযোগ পেলে হয়তো এতটা ধারাবাহিকতা দেখাতে পারবেন না রিঙ্কু সিং (Rinku Singh)। তাই গত বছর থেকে যখন তিনি জাতীয় দলে ধীরে ধীরে সুযোগ পেতে থাকলেন তখন অনেকেই গভীরভাবে নজর দেখেছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) এই ফিনিশারের পারফরম্যান্সের দিকে।
তিনি আজ অবধি বেশ কিছু মনে রাখার মত পারফরম্যান্স করেছেন জাতীয় দলের জার্সিতে। যারা আন্তর্জাতিক ক্রিকেটে তার সফলতার নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদের মুখ আপাতত তিনি বন্ধ করিয়ে দিতে পেরেছেন। তবে কাল রোহিত শর্মার দাপটের আড়ালে কিছুটা ঢাকা পড়ে গেলেও তিনি নিজের স্বল্পদৈর্ঘ্যের আন্তর্জাতিক কেরিয়ারের সেরা ইনিংসটা আফগানিস্তানের বিরুদ্ধেই খেলে ফেললেন।
তার ৩৯ বলে ৬৯ রানের ইনিংসটি সাজানো ছিল দুটি চার এবং ছয়টি ছক্কা দিয়ে। ভারত টস জিতে ব্যাটিং নেওয়ার পর ২২ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিল। সেখান থেকে তিনি এবং রোহিত শর্মা ১৯০ রানের একটি অবিচ্ছেদ্য জুটি গড়েন যা ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে সর্বোচ্চ।
আরও পড়ুন: কোহলি পারেন না, কিন্তু তিনি পারেন! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের
কিছু মাস আগে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা অবিশ্বাস্য পরিস্থিতি থেকে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু। এদিন নিয়ম রক্ষার ম্যাচ হলেও তার মারা শেষ তিন বলে তিনটা ছক্কাই শেষপর্যন্ত ভারতের জয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ফেলে।
আরও পড়ুন: কোহলির গুহায় হিটম্যান ম্যাজিক! রোহিতের ব্যাটে ভর করে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ভারতের
কিছুদিন আগে স্বয়ং যুবরাজ সিং রিঙ্কুকে সার্টিফিকেট দিয়েছিলেন। যুবরাজ জানিয়েছিলেন যে তিনি মনে করেন এই মুহূর্তে ভারতীয় দলের সেরা বাঁ-হাতি ব্যাটার রিঙ্কু। তার বুদ্ধিদীপ্ত ব্যাটিং যুবিকে নিজের কথা মনে করিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছিলেন প্রাক্তন তারকা অলরাউন্ডার। আর গতকাল রিঙ্কু প্রমাণ করলেন যে যুবরাজ খুব একটা ভুল বলেননি।