‘গুলি করে মারব…’ হঠাৎ ছেলেকে কেন এমন বললেন যুবরাজের বাবা?

Published On:

ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বায়োপিক আসতে চলেছে খুব শীঘ্রই। মাত্র কয়েকদিন আগে এই ঘোষণা করা হয়েছিল এই কথা। যুবরাজ সিংকে (Yuvraj Singh) ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয়। ২০১১ বিশ্বকাপে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংও ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন। এছাড়াও, তিনি একজন অভিনেতা এবং সবসময় তাঁর বক্তব্যের জন্য খবরে থাকেন।

আইপিএল ২০১৩-এ ফিক্সিং বিতর্ক হয়েছিল। এস শ্রীশান্ত সহ রাজস্থান রয়্যালসের তিন খেলোয়াড়কে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর যোগরাজ সিং এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর ছেলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকলে তিনি নিজেই তাঁকে মেরে ফেলবেন। এই কথা আজও তাঁকে অন্য বাবাদের থেকে আলাদা করে।

Yuvraj Singh

যোগরাজকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি সাম্প্রতিক আইপিএল স্পট-ফিক্সিং কেলেঙ্কারি সম্পর্কে যুবরাজের সাথে কথা বলেছেন কিনা, তিনি বলেছিলেন যে যদি তার ছেলে ফিক্সিংয়ের সাথে জড়িত থাকে তবে তিনি তাকে মাথায় গুলি করবেন। তিনি বলেন, ‘যদি যুবরাজ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকে, আমি তাঁকে মাথায় গুলি করে অমর জওয়ান জ্যোতির গায়ে ঝুলিয়ে দেব। এই দেশের সাথে আমার রক্তের অঙ্গীকার।’

যুবরাজ সিং ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ২০০ সালে ভারতের হয়ে যুবির অভিষেক হয়। ২০১৭ সালে তিনি তার শেষ ম্যাচ খেলার সুযোগ পান। যুবি তাঁর ক্যারিয়ারে ৩০৪ ওডিআই ম্যাচে ৮৭০১ রান করেছেন। টেস্টে ১৯০০ রান করার পাশাপাশি তিনি টি-২০ তেও ১১৭৭ রান করেছেন। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন যুবি। যুবি ১২ বলে ৫০ করেছিলেন।

Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর

X