বিশ্বজয়ের পর কেটে গেছে ১২ বছর! আবার একসাথে মাঠে নামবেন ২০১১ বিশ্বকাপের ২ নায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) বিশ্বজয়ের পর কেটে গিয়েছে বারোটা বছর। আজও যদি প্রশ্ন করা হয় হচ্ছে ভারতীয় দলকে ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন করানোর প্রথমে সবচেয়ে বড় ভূমিকা কোন দুই ক্রিকেটারের ছিল, তাহলে শতকরা ৯০ শতাংশ লোক প্রথমে যুবরাজ সিং (Yuvraj Singh) এবং পরে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম নেবেন। দুর্ভাগ্যের ব্যাপারে নানান কারণবশত দুই ক্রিকেটারের কেরিয়ার ওডিআই বিশ্বকাপ জয়ের পর বেশি দীর্ঘায়িত হয়নি।

কিন্তু এবার দুই তারিখের একবার মাঠে দেখা যাবে। আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আরম্ভ হবে ইউএস মাস্টার টি-টেন লিগ। গোটা বিশ্ব থেকে বেশ কিছু খ্যাতনামা প্রাক্তন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। আর এই প্রতিযোগিতায় একই দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে যুবরাজ সিং ও গৌতম গম্ভীরকে।

gambhir yuvraj

এই লিগের ছয়টি দল হলো আটালান্টা ফায়ার, ক্যালিফোর্নিয়া নাইটস, মরিসভিল ইউনিটি, নিউ জার্সি লেজেন্ডস, নিউ ইয়র্ক ওয়ারিয়ার্স এবং টেক্সাস চার্জার্স। আগস্ট মাসের ১৮ তারিখ থেকে ২৭ তারিখ অবধি চলবে টুর্নামেন্টটি। মেজর লিগ ক্রিকেট আরম্ভ হওয়ার আগে এই প্রতিযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের আমেজ তৈরি করবে।

যুবরাজ সিং ও গৌতম গম্ভীর এই টুর্নামেন্টে মাঠে নামবেন নিউ জার্সি লেজেন্ডস দলের হয়ে। এই দলের স্কোয়াটে নিজেদের পুরনো অনেক ভারতীয় সতীর্থকেও পেয়ে যাবেন তারা। ছাড়া অন্যান্য দেশের অনেক তারকা ক্রিকেটারও রয়েছেন তাদের স্কোয়াডে। টুর্নামেন্টের অন্যান্য দলগুলিতে হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান, প্রবীণ কুমার, প্রজ্ঞান ওঝাদের মতো ক্রিকেটারদের দেখা যাবে।

নিউ জার্সি লেজেন্ডস দলের স্কোয়াড: গৌতম গম্ভীর, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, লিয়াম প্লাঙ্কেট, অ্যালবি মরকেল, নামান ওঝা, জেসি রাইডার, ক্রিস বার্নওয়েল, স্টুয়ার্ট বিনি, আরপি সিং, বিপুল শর্মা, ক্রেগ ম্যাকমিলান, টিম অ্যামব্রোস, রাজেশ বিষ্ণোই, অভিমন্যু মিঠুন এবং মন্টি পানেসার

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর