প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলতে চলেছেন যুবরাজ সিং

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দলের দুই মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধনা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলে ফেলেছেন। এবার কি তাহলে অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যাবে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং-কে? সোশ্যাল মিডিয়ায় এই জল্পনায় চরমে পৌঁছেছে।

ইতিমধ্যেই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলে ফেলেছেন যুবরাজ সিং। সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ভারতীয় অলরাউন্ডার। এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার ইচ্ছা প্রকাশ করলেন 2011 বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্ট যুবরাজ সিং।

24582796f8a24bff9abece5de64104fe917bc14d80fb3079664721deb695c13ae8c828c1

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেটাররা অন্য কোন দেশের কোন প্রকার ক্রিকেট লীগে অংশগ্রহণ করতে পারেন না। এমনকি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তারা অন্য কোন দেশে খেলার সুযোগ পান না। যদি একান্তই তাদের খেলতে হয় তাহলে তাদের বিসিসিআই থেকে নো- অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। কিন্তু ইতিমধ্যে যেহেতু যুবরাজ সিং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলে ফেলেছেন সেই কারণে বিগ ব্যাশ লিগে খেলতে খুব একটা অসুবিধা হবে না যুবির। সেই কারণে মনে করা হচ্ছে প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাস লিগে খেলতে চলেছেন যুবরাজ সিং। তবে শেষ পর্যন্ত কি হয় তা সময়ই বলবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর