খেলেন টেনিস, সৌন্দর্যে হার মানান বলিউড নায়িকাদের! জানেন কি যুবরাজের বোনের আসল পরিচয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলা হান্টের পাঠকদের যদি জিজ্ঞেস করা হয় যে তারা অমরজ্যোৎ সিং-কে (Amarjot Kaur) চেনেন কিনা, তাহলে অধিকাংশ মানুষের উত্তর হবে ‘না’। কিন্তু পাঠকদের যদি জিজ্ঞাসা করা হয় যে তারা যুবরাজ সিং-কে (Yuvraj Singh) চেনেন কিনা, তাহলে শতকরা ১০০ ভাগের উত্তরই হবে ‘হ্যাঁ’। ছয় ছক্কার নায়ক, ভারতীয় দলকে (Team India) দুটি বিশ্বকাপ জেতানো তারকা পাঞ্জাবের ক্রিকেটার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে চিরকাল একটা বিশেষ জায়গা ধরে রাখবেন।

কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদন যুবরাজ নয়, বরং তার বোন ‘অমরজ্যোৎ সিং’-কে নিয়ে। পেশায় ভারতীয় তারকা ক্রিকেটারের ভগিনী একজন ক্রীড়াবিদ। টেনিসের সঙ্গে যুক্ত রয়েছেন সিং পরিবারের আদরের কন্যা। কিন্তু যারা তাকে চেনেন বা সোশ্যাল মিডিয়ায় ফলো করে থাকেন তাদের কাছে তিনি অন্য একটি বিশেষ কারণে জনপ্রিয়।

যুবরাজের বোন ‘অমরজ্যোৎ সিং’ অসাধারণ রূপবতী। কেউ এক মুহূর্ত তার দিকে চেয়ে থাকলেই তার সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। ক্রীড়া জগতে আস্তে আস্তে তার নাম উজ্জ্বল হচ্ছে। তবে তার অনেক আগে থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। যুবরাজের শেয়ার করা তার পরিবারের নানান ছবির মধ্যেই তাকে দেখা যায় এবং ধীরে ধীরে একটিভ নেটিজেনদের পরিচিত মুখ হয়ে ওঠেন।

a kaur

প্রসঙ্গত, তিনি এবং যুবরাজ একই মায়ের পেটের সন্তান নন। যুবরাজের পিতা যোগরাজ সিং দুইবার বিবাহ করেছিলেন এবং তার দ্বিতীয় পক্ষের সন্তান হলেন অমরজ্যোৎ। পরবর্তীকালে পাঞ্জাবের অভিনেত্রী নিনা বুন্দেলকে বিবাহ করেছিলেন যুবরাজের পিতা। অবশ্য যোগরাজের সঙ্গে বিবাহের পরে নিজের ফিল্ম কেরিয়ার ছেড়ে আমেরিকা পাড়ি দিয়েছিলেন নিনা। খুব সম্ভবত এই কারণেই যুবরাজ এবং তার বোনের মধ্যে কোনওদিনই খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়নি।

তবে এই টেনিস সুন্দরীর সৌন্দর্যের কারণে মোহিত তার অনেক সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স। তিনি কোনও ছবি আপলোড করলে তার তলায় অনেকেই কমেন্ট করতে থাকেন এই বলে যে যুবরাজের বোনের বলিউডে যোগ দেওয়া উচিত কারণ সৌন্দর্যের দিক দিয়ে তিনি নাকি হার মানিয়ে দিতে পারেন বলিউডের অনেক সুন্দরী অভিনেত্রীকেও।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর