বাংলা হান্ট ডেস্কঃ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ২০১১ সালের বিশ্বকাপ জয় ভারতের এই দুই মাইলফলক অর্জনে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি সবথেকে বড় ভূমিকা নিয়েছিলেন যে খেলোয়াড় তার নাম যুবরাজ সিং। ব্যাট এবং বল হাতে একাই পর পর ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডকে মারা তার ছয় বলে ছয় ছক্কা এখনো দর্শকদের চোখে ভাসে। দু বছর আগেই ২০১৯ সালে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন যুবরাজ।
কিন্তু এই বাঁহাতি খেলোয়াড়ের ভক্তদের জন্য এবার রয়েছে বড় সুখবর। কারণ আগামী ফেব্রুয়ারি মাসে ফের একবার মাঠে কামব্যাক করতে চলেছেন যুবরাজ সিং। নিজের সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে এই খবর সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ২০১১ সালে বিশ্বকাপের পরেই ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন যুবরাজ। কিন্তু সেই দুরারোগ্য ব্যাধিকে হারিয়ে ফের চ্যাম্পিয়নের মতই মাঠে কাম ব্যাক করেন তিনি। ভারতীয় দর্শকদের উপহার দেন একের পর এক সোনালী মুহূর্ত।
ফের একবার ফিরতে চলেছে সেই জাদু। যুবরাজ জানিয়েছেন, ‘ঈশ্বরই নিয়তি ঠিক করে দেন। জনগণের দাবি মেনে আমি আশা করি ফেব্রুয়ারিতে মাঠে ফিরতে পারব। এই অনুভূতির মতো অন্য কিছু হয় না। সবার ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের দলকে সমর্থন করে যান। এটা আমাদের দল। সত্যিকারের সমর্থকরা কঠিন সময়ে সমর্থন করে যাবেন। জয় হিন্দ।”
https://www.instagram.com/tv/CVv7NX3DKjg/?utm_medium=copy_link
এই বার্তার সাথে সাথে নিজের কিছু পুরোনো খেলার ভিডিও-ও শেয়ার করেছেন তিনি। জানিয়ে রাখি অবসরের পরেও বেশকিছু টি-টোয়েন্টি লিগ খেলতে দেখা গিয়েছে যুবরাজকে। এমনকি গত বছর ঘরোয়া ক্রিকেটেও কামব্যাক করার কথা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত নিয়ম ভেঙে তাকে অনুমতি দেয়নি বিসিসিআই। তবে এবার সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেই ফের মাঠে দেখা যেতে পারে তাকে।