এবার একসাথে এই বিশেষ পানীয়ের বিজ্ঞাপন করবেন গম্ভীর ও কোহলি! বড় তথ্য ফাঁস যুবরাজের  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে তর্কাতর্কি হওয়ার পর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। কিন্তু ক্রিকেটপ্রেমীরা এখনও সেই ঝামেলার রেশ কাটিয়ে উঠতে পারেননি। এরই মধ্যে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর পরোক্ষভাবে নিজেদের ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন, ক্রিকেট বিশ্বের একাধিক ব্যক্তিত্ব কার দোষ সেই নিয়ে নানান রকম বিশ্লেষণ করেছেন, সব মিলিয়ে বলা যেতে পারে এই ঘটনা দীর্ঘমেয়াদী প্রভাব রেখে যাবে ক্রিকেটপ্রেমীদের মনে।

ম্যাচ শেষে এই উত্তপ্ত বাদানুবাদে জড়ানোর কারণে ম্যাচ ফি-এর শতভাগ জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা বিরাট কোহলি ও লখনৌ সুপারজায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের। কোহলির জরিমানা হয়েছে ১.০৭ কোটি টাকা ও গম্ভীরের ক্ষেত্রে টাকার অঙ্ক ২৫ লাখ। জরিমানা হয়েছে লখনৌয়ের আফগান পেসার নাভিন উল হকেরও। তাকে দিতে হয়েছে প্রায় ২ লক্ষ টাকা।

তাদের এই ঝামেলা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ক্রিকেট ভক্তরা নানানরকম মত রাখতে শুরু করেছেন। কেউ কোহলির পাশে দাঁড়িয়ে আছেন আবার কেউবা গম্ভীরের পাশে দাঁড়িয়েছেন। তবে বিশেষজ্ঞদের সংখ্যাগরিষ্ঠের মত হল এটাই যে ভারতীয় ক্রিকেটের এত বড় মাপের দই কিংবরণ তিনি এভাবে প্রকাশ্যে ঝামেলায় জড়ানোটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয়।

এবার এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। নিজের কেরিয়ারে দুজনের সঙ্গেই দীর্ঘদিন ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো মহাতারকা। তিনি অবশ্য গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে হওয়া এই ব্যাপারটিকে হালকা করার চেষ্টা করেছেন।

নিজের সাম্প্রতিক টুইটে তিনি বলেছেন যে তিনি মনে করেন স্প্রাইট নিজেদের পরবর্তী ক্যাম্পেইনের জন্য বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে একসাথে কাজ করাতে পারে। এরপর স্প্রাইটের ট্যাগলাইন ‘ঠান্ড রাখ’ অর্থাৎ শান্ত থাকুন, সেটাও মনে করিয়ে দিয়েছেন যুবরাজ। এরপর তিনি দর্শকদের কাছে প্রশ্ন রেখেছেন যে তারা তার এই মতামত নিয়ে কি মনে করেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর