বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগতে পা রাখলেও পরে আত্মোপলব্ধি হওয়ায় বলিউড ছেড়ে ইসলামের পথ ধরেছেন এমন প্রচুর উদাহরণ রয়েছে। তবে তরুণ প্রজন্মে এমন ঘটনা প্রথম ঘটিয়ে ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলে দিয়েছিলেন জায়রা ওয়াসিম (Zaira Wasim)। মাত্র ১৮ বছর বয়সে অভিনয় জগৎকে বিদায় জানিয়ে আল্লাহর দেখানো পথে হেঁটেছিলেন তিনি।
মাত্র তিনটি ছবিতে অভিনয় করেছিলেন জায়রা। একটির জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। তিন নম্বর ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই জায়রা ঘোষণা করেন, তিনি চললেন গ্ল্যামার জগৎ ছেড়ে। সেই সঙ্গে একটি বড়সড় পোস্টে আল্লাহর করুণা, ইসলামের মহত্ত্ব বর্ণনা করে অভিনয় জগতের খারাপ দিকটা জানিয়েছিলেন জায়রা। বলিউডকে বিদায় দিলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন তিনি।
সম্প্রতি নেটপাড়ায় একটি ছবি ব্যাপক ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, একটি মেয়ে হিজাব নকাব পরা অবস্থাতেই খাবার খাচ্ছে। খাওয়ার সময়েও মুখ সম্পূর্ণ ঢাকা তাঁর। ছবিটির ক্যাপশনে একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, কোনো মানুষ কি এটাও স্বেচ্ছায় করতে পারে
ছবিটি আবারো শেয়ার করে নিজের ধর্মের সপক্ষে সুর চড়িয়েছেন জায়রা। তিনি লিখেছেন, ‘সম্প্রতি একটি বিয়ে বাড়িতে এভাবেই খাবার খেয়েছি। সম্পূর্ণ আমার ইচ্ছা। এমনকি আশেপাশে সবাই আমাকে নকাব খুলে ফেলতে বললেও আমি খুলিনি। আমরা এগুলো আপনাদের জন্য করি না। মেনে নিন’।
Just attended a wedding. Ate exactly like this. Purely my choice. Even when everyone around me kept nagging me that I take the niqab off. I didn’t.
We don’t do it for you. Deal with it. https://t.co/Gu9AXQka8v
— Zaira Wasim (@ZairaWasimmm) May 28, 2023
উল্লেখ্য, দঙ্গল ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জায়রা। মোট তিনটি ছবি করেছেন তিনি। সিক্রেট সুপারস্টারের পর দ্য স্কাই ইজ পিঙ্ক জায়রার শেষ ছবি। ছবি মুক্তির আগেই অভিনয় জগৎ ছেড়ে দেন তিনি।
একটি লম্বা পোস্টে তিনি জানান, তাঁর কাজ নিয়ে তিনি সন্তুষ্ট নন। তাঁর কাজ তাঁর ধর্মবিশ্বাসে আঘাত করছে। তাই তিনি চিরদিনের জন্য অভিনয় জগৎ থেকে বিদায় নিচ্ছেন। সোশ্যাল মিডিয়া থেকে নিজের সব ছবিও মুছে ফেলার অনুরোধ জানান প্রাক্তন অভিনেত্রী।