বাংলাহান্ট ডেস্ক: মাত্র তিনটি ছবিতে অভিনয় করেই বলিউড (bollywood) থেকে নিজেকে সরিয়ে নেন জনপ্রিয় অভিনেত্রী জায়রা ওয়াসিম (zaira wasim)। বিনোদন দুনিয়ায় কাজ তাঁর ধর্মবিশ্বাসে আঘাত করছে, এমনটাই কারণ দেখিয়ে অভিনয় জগৎ থেকে চিরকালের জন্য বিদায় নেন জায়রা।
এবার সোশ্যাল মিডিয়া থেকে নিজের সব ছবিও মুছে ফেলার অনুরোধ জানালেন প্রাক্তন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া থেকে ও নিজের সমস্ত ফ্যান পেজদের জায়রা অনুরোধ জানান তাঁর সব ছবিই যেন সরিয়ে ফেলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। এভাবেই নিজেকে পুরোপুরি বিনোদন জগৎ থেকে সরিয়ে ফেলতে চান জায়রা।
মার্কিন রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্সের একটি ছবি পোস্ট করে প্রাক্তন অভিনেত্রী নিজের বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সবাই যে পরিমাণ ভালবাসা ও আদর আমাকে দিয়ে এসেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালবাসা ও শক্তি যোগান দিয়েছেন আমাকে। আমাকে সবকিছুতে সমর্থন করার জন্য ধন্যবাদ।’
জায়রা আরো লেখেন, ‘আমার আপনাদের সকলেথ কাছে কিছু চাওয়ার আছে। আমি অনুরোধ করছি আপনাদের অ্যাকাউন্ট থেকে আমার সব ছবি মুছে ফেলুন ও অন্য ফ্যানপেজগুলিকেও অনুরোধ করুন। ইন্টারনেট থেকে সব ছবি সরিয়ে ফেলা সম্ভব নয়, কিন্তু আমি অনুরোধ করতে পারি আপনারা আর ছবি শেয়ার করবেন না। আমি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি।’
https://www.instagram.com/p/CH12TG1lavU/?igshid=7gwumu5la0dh
গত বছর শেষ ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক মুক্তি পাওয়ার আগেই বলিউড থেকে বিদায় নেন জায়রা। একটি লম্বা পোস্টে তিনি জানান, তাঁর কাজ নিয়ে তিনি সন্তুষ্ট নন। তাঁর কাজ তাঁর ধর্মবিশ্বাসে আঘাত করছে। তাই তিনি চিরদিনের জন্য অভিনয় জগৎ থেকে বিদায় নিচ্ছেন।
প্রসঙ্গত, দঙ্গল ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জায়রা। মোট তিনটি ছবি করেছেন তিনি। সিক্রেট সুপারস্টারের পর দ্য স্কাই ইজ পিঙ্ক জায়রার শেষ ছবি। ছবি মুক্তির আগেই অভিনয় জগৎ ছেড়ে দেন তিনি।