ধর্মের দোহাই দিয়ে বলিউডকে বিদায়, মাত্র ২৪ বছরেই নিকাহ সেরে চমকে দিলেন জায়রা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গ্ল্যামার জগতে পা রেখেছেন, দর্শক মহলে জনপ্রিয়তাও পেয়েছেন। কিন্তু তারপরেই হঠাৎ ধর্মের পথে চলার জন্য খ্যাতি, বিলাসিতা সবকিছু এক সিদ্ধান্তে ছেড়ে দিয়েছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অভিনেত্রীর উদাহরণ রয়েছে একাধিক। তবে বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সবথেকে বেশি যে অভিনেত্রী শোরগোল ফেলে দিয়েছিলেন, তিনি জায়রা ওয়াসিম (Zaira Wasim)। আর এবার হঠাৎ করেই বিয়ে করে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি।

বলিউডকে বিদায় জানান জায়রা (Zaira Wasim)

জায়রার উত্থান হয়েছিল রকেটের গতিতে। প্রথম ছবি ‘দঙ্গল’-এই নজর কেড়েছিলেন তিনি। তারপর সিক্রেট সুপারস্টার, দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে অভিনয় করেও দর্শকদের মন জয় করেছিলেন তরুণী জায়রা (Zaira Wasim)। কিন্তু আচমকাই ছন্দপতন। ২০১৯ সালে হঠাৎ করেই অভিনয় থেকে সন্ন্যাস গ্রহণের কথা ঘোষণা করেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক জলঘোলাও হয়েছিল। তার ৬ বছর পর এবার আচমকা বিয়ের খবর দিয়ে ফের চর্চায় উঠে এলেন পর্দার ‘গীতা ফোগাট’।

Zaira wasim shared marriage news

বিয়ের খবর দিলেন জায়রা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন জায়রা (Zaira Wasim)। একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একটি কাগজে সই করতে, অপর ছবিতে চাঁদকে সাক্ষী রেখে স্বামীর পাশে দাঁড়িয়ে জায়রা (Zaira Wasim)। তাঁর পরনে লাল কনের সাজ আর পাশে ঘিয়ে রঙা কাশ্মীরি শাল গায়ে তাঁর স্বামী। যদিও নিজের বা স্বামীর কারোরই মুখ দেখাননি প্রাক্তন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কবুল হ্যায়’।

আরও পড়ুন : বাজির বাজারের সাম্রাজ্ঞী, চকলেট বোমের জন্য জনপ্রিয় ‘বুড়িমা’র আসল পরিচয় জানেন?

উপচে পড়েছে শুভেচ্ছা: জায়রার (Zaira Wasim) সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। মাত্র ২৪ বছর বয়সে বিয়ে সারলেন তিনি। সকলকে অন্ধকারে রেখেই জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু কার সঙ্গে বিয়ের জন্য রাজি হলেন জায়রা, তা জানতে উৎসুক হয়ে উঠেছেন সকলে।

আরও পড়ুন : হাতে সময় কম? মাত্র ১০ মিনিটে রাঁধুন চিংড়ির জলটোবা, মুখে লেগে থাকবে স্বাদ

প্রসঙ্গত, ২০১৯ সালে হঠাৎ করেই জায়রা জানান, বলিউডকে বিদায় জানাচ্ছেন তিনি। কারণ হিসেবে তিনি বলেছিলেন, অভিনয় করা মুসলিম ধর্মের বিরোধী। এতে তাঁর ‘ইমান’এ আঘাত লাগে। সেই কারণেই অভিনয় থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন জায়রা।