FIFA বিশ্বকাপে জাকির নায়েককে আমন্ত্রণই করা হয়নি! ভারতের চাপে সাফাই কাতারের

বাংলাহান্ট ডেস্ক : বিতর্কিত ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েক (Zakir Naik) নাকি কাতার বিশ্বকাপের (Qatar FIFA WC 2022) অনুষ্ঠানে আমন্ত্রিত। প্রথম দিনেই সৃষ্টি হয় ব্যাপক বিতর্কের। এরপরই, সরকারি ভাবে কাতার জানায় যে তারা জাকির নায়েককে আলাদা ভাবে আমন্ত্রণ করে বিশ্বকাপের জন্য ডেকে আনেনি। তিনি নিজে থেকেই নাকি এসেছেন।

এই মুহুর্তে ভারতের সঙ্গে কাতারের বেশ ভালো সম্পর্ক রয়েছে। বিশ্ব মঞ্চে ভারতে নিষিদ্ধ হওয়া ধর্ম প্রচারক আমন্ত্রণ পাচ্ছেন তা নিয়ে বেশ বিরক্ত ছিল ভারত। কাতার প্রশাসন নিজে জানিয়েছে কূটনৈতিকদের মাধ্যমে যে তারা জাকির নায়েককে সরকারিভাবে সেখানে আসতে বলেননি। আর বিশ্বকাপের শুরুর অনুষ্ঠানের জন্য তো তাকে একেবারেই ডাকা হয়নি। কাতার সরকার পরিস্কার করে জানিয়েছে যে এটা সম্পূর্ণ ভুল তথ্য। কাতারের অভিযোগ তৃতীয় বিশ্বের দেশগুলি ভারত ও কাতারের সম্পর্ক খারাপ করতে চায়। তাই এমন রটাচ্ছে।

কাতার কর্তৃপক্ষ এই কথা সরকারি ভাবে এই ঘোষণা করতে একরকম বাধ্য হয়।
ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে বলা হয় যে যদি দোহাতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবার জন্য সত্যিই জাকির নায়েককে আমন্ত্রিত করে হয় তাহলে সে দেশে পাঠানো উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে দেশে ফিরিয়ে আনবে।

তবে পরের দিনই জাকির নায়েক কিছু সরকারি কাজ সেরে সেখানে থেকে চলে যান। তবে এই ভারতের বার্তা যে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হবারই ইঙ্গিত দিচ্ছে তা পরিস্কার বুঝে যায় কাতার সরকার। তাই দ্রুত এই বিবৃতি দেওয়া হয়। এদিকে ধনখড় সেখানে বেশ কিছু ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করেন যারা পশ্চিম এশিয়ার দেশে বিভিন্ন একাধিক বড় বড় স্টেডিয়াম বানিয়েছেন। তবে কেন তাঁদের সঙ্গে উপরাষ্ট্রপতির এই সাক্ষাৎ তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, জাকির নায়েককে ভারত ২০১৬ সালেই নিষিদ্ধ করে দেয়। আর্থিক তছরূপ ছাড়াও উগ্রপন্থি ভাবনাকে মদত দেওয়া তার বক্তব্যের মাধ্যমে অভিযোগ ছিল। তাকে দেখা যায় দোহার স্টেডিয়ামের আশেপাশে। তিনি প্রায়ই মালয়েশিয়া থেকে কাতারে যান। মার্চ ২০২২ সালে ভারতের গৃহমন্ত্রক জাকির নায়েকের সংস্থা আই আর এফকেও বেআইনি বলে ঘোষণা করে দেয়। তাও পাঁচ বছরের জন্য। মালয়েশিয়াকে ভারত এও বলে যে তাকে যেন সহজে ছেড়ে না দেওয়া হয়। তার দিকে নজর রাখতে বলে কারন সরকার মনে করে ২০২০ দিল্লিতে সংঘর্ষে তার ভূমিকা ছিল।

Sudipto

সম্পর্কিত খবর