‘সলমনের ঘাড়ে চেপে ওকে বিরক্ত করতে চাই না’, নাম না করে ‘অকৃতজ্ঞ’ ক‍্যাটরিনাকে তোপ জারিনের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের প্রায় সব প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেই কাজ করেছেন সলমন খান (salman khan)। সুযোগ দিয়েছেন নবাগতাদেরও। সল্লুর সঙ্গে অভিনয় করে কয়েকজন নিজেদের কেরিয়ার পাকাপোক্ত করে নিয়েছেন। আবার অনেকে তেমন জায়গা করতে পারেননি ইন্ডাস্ট্রিতে। এই তালিকায় রয়েছেন জারিন খান (zareen khan)।

‘বীর’ ছবিতে সলমনের বিপরীতে অভিষেক করেছিলেন জারিন। কিছুটা ক‍্যাটরিনা কাইফের সঙ্গে সাদৃশ‍্য থাকায় এক সময় বেশ জনপ্রিয়ও হয়েছিলেন তিনি। কিন্তু ক‍্যাটের মতো ভাগ‍্য সদয় হয়নি তাঁর উপরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জারিন স্বীকার করলেন, অভিনেতা অভিনেত্রীদেরও বদলে দেওয়া হয়।


অভিনেত্রীর কথায়, “আমি নিজের কাজ নিয়েই খুব ব‍্যস্ত থেকেছি। কোনো প্রতিযোগিতায় যাইনি। কিন্তু আমার মনে হয় আমাকেও এখন বদলে দেওয়া যেতে পারে। প্রথম সারির তারকা না হলে কেউ অপেক্ষা করবে না।” নিজের ব‍্যক্তিগত পরিস্থিতির ব‍্যাপারেও খুল্লমখুল্লা কথা বলেন জারিন।

তিনি জানান, তাঁর বাবা তাঁদের ছেড়ে চলে গিয়েছেন। তাই সংসারের দায়িত্ব তাঁর কাঁধেই বর্তেছে। সাহায‍্য করার জন‍্য কাউকে পাননি জারিন। পরিস্থিতি তাঁকে চুপচাপ করে তুলেছিল। কিন্তু অনেকেই সেটাকে তাঁর অহংকার বলে ধরে নিয়েছিল। অভিনেত্রী জানান, অনেক সময় ইন্ডাস্ট্রিতে দমবন্ধকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। ভাল কাজ করতে চাইলেও তাঁকে অভিনয় প্রতিভা দেখানোর সুযোগ দেওয়া হয়নি। উপরন্তু দেখতে সুন্দরী হওয়ায় অনেকে অনেক কিছুই ভেবে নিতেন।

সাক্ষাৎকারে সলমনের ব‍্যাপারেও মুখ খোলেন অভিনেত্রী। তাঁর ডেবিউ ছবির পর অনেকেই দাবি করেছিলেন, সলমন তাঁকে ইন্ডাস্ট্রিতে সুযোগ করে দিয়েছেন। জারিন বলেন, “অনেকে এখনো তেমনটাই বলেন। আমি সলমনের প্রতি কৃতজ্ঞ। উনি সুযোগ না দিলে আমি ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতাম না। কিন্তু স্ট্রাগলটা শুরু হয়েছিল এই ইন্ডাস্ট্রিতে পা রাখার পর। কারণ আমি তখন কিছুই জানতাম না।”


তিনি আরো বলেন, “সলমন ভাল মানুষ, কিন্তু তিনি খুব ব‍্যস্তও বটে। আমি বাঁদরের মতো ওর ঘাড়ে চেপে ছোটখাট বিষয়ের জন‍্য তো বিরক্ত করতে পারতাম না। এখনো অনেকেই ভাবেন যে আমি যা কাজ করি সবই সলমনের দাক্ষিণ‍্যে। সেটা সম্পূর্ণ ভুল। সলমন খুব ভাল একজন বন্ধু, একটা ফোন করলেই ওর সাহায‍্য পাব। কিন্তু আমি ওকে বিরক্ত করিনা। কারণ সেটা আমার কঠোর পরিশ্রমকে কোনো না কোনো অংশে ছোট করে।”

উল্লেখ‍্য, জারিনের মতো ক‍্যাটরিনাও সলমনের দৌলতেই বড় ব্রেক পেয়েছিলেন বলিউডে। তারপরেও বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে। সম্পর্কের গুঞ্জনে পরিচিতি পেয়েছেন ক‍্যাট। কিন্তু শেষমেষ ভিকি কৌশলকে বিয়ে করে সলমনকে আমন্ত্রণ পর্যন্ত জানাননি তিনি। সাক্ষাৎকারে নাম না করে কি ক‍্যাটরিনাকেও কটাক্ষ করলেন জারিন? প্রশ্ন থেকেই যাচ্ছে।

X