বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরটা বাংলা সিরিয়ালপ্রেমিদের জন্য একেবারেই ভালো কাটেনি। একটা গল্পের সাথে আত্মস্থ হতে না হতেই বেজে গেছে তার বিদায় ঘন্টা। কমবেশি প্রায় সব সিরিয়ালের (Bengali Serial) সাথেই এমনটা ঘটেছে। চলতি মাসেও বেশ কয়েকটি নতুন সিরিয়াল শুরু হয়েছে দুই প্রথম সারির চ্যানেলে। শুরু হয়ে গেছে হাড্ডাহাড্ডি লড়াই। নতুন সপ্তাহের টিআরপি (Target Rating Point) তালিকায় সেই লড়াই প্রকাশ্যে।
গত ১ বছরে টানা এক নম্বরে জায়গা করে রেখেছিল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। প্রথম পাঁচেও খুব একটা রদবদল দেখা যায়নি। তবে বিগত কয়েক মাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে বাঙলির জলসাঘরে। ইদানিং স্টার জলসার বদলে জি বাংলার (Zee Bangla) সিরিয়ালের উপরেই বেশি ঝুঁকেছে সবাই। প্রথম পাঁচে দেখা গেছে জি কাকুর দাপট। ‘ফুলকি’, ‘নিম ফুলের মধু’, ‘জগদ্ধাত্রী’দের দাপটে কিছুটা ঝিমিয়ে পড়েছে জলসার লড়াকুরা।
চলতি সপ্তাহতেও দেখা গেল সেই একই ট্রেন্ড। ফের একবার প্রথম স্থান দখল করে নিয়েছে জি বাংলার সিরিয়াল ‘নিম ফুলের মধু’। অর্পন-সৃজনের দখলে রয়েছে ৯.২ পয়েন্ট। মাত্র ৩ পয়েন্টের জন্য পিছিয়ে পড়েছে ‘জগদ্ধাত্রী’। জ্যাস স্যানালের ঝুলিতে এসেছে ৮.৯ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। শুরুর সময় থেকেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল ফুলকি এবং রোহিতের গল্প।
আরও পড়ুন : ‘দশরথকে প্ল্যানচেটে ডাকা হোক’, স্টেজ শো করতে গিয়ে ভগবান রামকে নিয়ে কটাক্ষ নচিকেতার, ক্ষুব্ধ নেটজনতা
এদিকে স্টার জলসার এককালীন টপার ‘অনুরাগের ছোঁয়া’র স্থান হয়েছে তালিকার সপ্তম স্থানে। সূর্য-দীপার দখলে রয়েছে ৬.৭ পয়েন্ট। তারপরেই জায়গা করে নিয়েছে সন্ধ্যাতারা (৬.৬)। এদিকে স্টার জলসার জল থই থই ভালোবাসা’র দখলে রয়েছে ৬.৫ পয়েন্ট। সিরিয়ালটির স্থান হয়েছে তালিকার অষ্টম স্থানে। এদিকে প্রথম সপ্তাহেই ‘কথা’ সিরিয়ালটির জায়গা হয়েছে দশম স্থানে (৬.৪)। টিআরপি তালিকার একাদশ স্থানে রয়েছে Love বিয়ে আজকাল (৬.৩), এবং ইচ্ছে পুতুলের (৬.১) জায়গা হয়েছে তালিকার দ্বাদশ স্থানে।
রইল চলতি সপ্তাহের টিআরপি তালিকার সম্পূর্ণ তালিকা :
1st •• নিম ফুলের মধু ৯.২
2nd •• জগদ্ধাত্রী ৮.৯
3rd •• ফুলকি ৮.৫
4th •• গীতা L.L.B ৭.৯
5th •• কোন গোপনে মন ভেসেছে ৭.৮
6th •• কার কাছে কই মনের কথা ৭.৬
7th •• অনুরাগের ছোঁয়া ৬.৭
8th •• সন্ধ্যাতারা ৬.৬
9th •• জল থই থই ভালোবাসা ৬.৫
10th •• কথা ৬.৪
আরও পড়ুন : মাথায় হাত কংগ্রেসের! লোকসভায় ৪০০-র বেশি আসন পাবে বিজেপি, দাবি রাহুল গান্ধীর ঘনিষ্ঠের
সেই সাথে নন ফিকশন প্রোগ্রামের মধ্যে ঘরে ঘরে জি বাংলার দখলে রয়েছে ১.৩ পয়েন্ট। এছাড়াও রচনা ব্যানার্জি সঞ্চালিত রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’র (সানডে ধামাকা) ঝুলিতে এসেছে (৭.০) পয়েন্ট। এছাড়া সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত শো ‘দাদাগিরি’র দখলে রয়েছে (৫.৫) পয়েন্ট।