বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকায় হারানো স্থান ফিরে পেতে কামব্যাকের চেষ্টায় রয়েছে জি বাংলা। শেষ টিআরপি তালিকায় কার্যত ভরাডুবি হয়েছে এই চ্যানেলের। সেরা পাঁচে একমাত্র জগদ্ধাত্রী ছাড়া আর কোনও ধারাবাহিকই (Serial) জায়গা পায়নি। তাই চলতি ধারাবাহিকগুলির যেমন টিআরপি বাড়ানোর চেষ্টা চলছে, তেমনি নতুন কিছু সিরিয়ালও শুরু হতে চলেছে চ্যানেলে।
প্রকাশ্যে এসেছে নতুন সিরিয়ালের (Serial) সম্প্রচার সময়
ইতিমধ্যেই দুটি সিরিয়ালের (Serial) প্রোমো সামনে এসেছে জি বাংলায়। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা এবার মুখ্য চরিত্রে পা রাখছেন ধারাবাহিকে। ধারাবাহিকের (Serial) নাম ‘কনে দেখা আলো’। প্রথম ঝলকে কনের সাজেই দেখা মিলেছে সাইনার। গ্রামের মেয়ে বিয়ের পর বাসে চেপে পাড়ি দেয় শ্বশুরবাড়ি উদ্দেশে।
কী দেখা গিয়েছে প্রোমোতে: এদিকে সমান্তরালে চলছে আরও এক গল্প। সেখানে নন্দিনী দত্তকেও দেখা গিয়েছে কনে রূপে। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার কোনও ইচ্ছা তার নেই। ভাগ্যের অদ্ভূত পরিহাসে দুজনেই মাঝ রাস্তায় পড়ে বিপদে। ডাকাতের কবলে পড়ে দুই নববিবাহিত জুটি। সেই পরিস্থিতিতেই অদলবদল হয়ে যায় দুই কনে।
আরও পড়ুন : এশিয়ার মধ্যে সবথেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন! যাত্রী পরিষেবা চালুর অনুমতি মিলল ইয়েলো লাইনে
ট্রেলারেই চমক মেগার: প্রথম ঝলক দেখে অনেকেই ‘লাপতা লেডিজ’ এর সঙ্গে মিল পেয়েছিলেন। কেউ কেউ আবার বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৌকাডুবি’র থেকে অনুপ্রাণিত সিরিয়ালটি। জল্পনা চলছিল, কোন স্লটে আসবে ধারাবাহিকটি (Serial)। এবার সামনে এল সম্প্রচারের দিনক্ষণ।
আরও পড়ুন : ‘মুসলিম জাতির কলঙ্ক’! জন্মাষ্টমীর ছবি পোস্ট করতেই মৌলবাদীদের রোষের মুখে নুসরত, পাশে পেলেন হিন্দুদের
আগামী ২৫ শে অগাস্ট থেকে রাত সাড়ে নটার স্লটে শুরু হচ্ছে সিরিয়ালটি। এই মুহূর্তে ওই সময় সম্প্রচারিত হয় ‘আনন্দী’। অনেকদিন ধরেই টিআরপিতে পিছিয়ে রয়েছে সিরিয়ালটি। নতুন ধারাবাহিকের জন্য কি আনন্দীর উপরে কোপ পড়তে চলেছে, নাকি বদল হবে স্লট? তা এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে। তবে অনেকেই মনে করছেন, গল্পের শেষের দিকে এসে পৌঁছেছে আনন্দী। এবার সম্ভবত শেষ করে দেওয়া হতে পারে সিরিয়ালটি।