‘দুগ্গা মায়ের কাছে খুব কেঁদেছি…’, বিয়ের পর প্রথম পুজোতেই মন ভার ‘রাঙা বউ’ শ্রুতির

বাংলা হান্ট ডেস্ক : বিতর্ক আর শ্রুতি দাস (Shruti Das) যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। হামেশাই তাকে নিয়ে চলতে থাকে চর্চা। তার অভিনয় জীবন থেকে শুরু করে প্রেম জীবন সবকিছুর উপরেই থাকে ভক্তদের কড়া নজরদারি। তারমধ্যেই সমস্ত বিতর্ককে পিছনে ফেলে আইনি বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী। সোনার জায়গায় রুপোর অলঙ্কারে সেজে নয়া ট্রেন্ড সেট করেছেন তিনি।

ছোটপর্দার রাঙা বউয়ের (Ranga Bou) চলতি বছরের পুজোটা অনেকটাই আলাদা। এবার আর প্রেমিকের সাথে প্যান্ডেল হপিং নয় বরং তার সাথে রয়েছে বর স্বর্ণেন্দু দাস (Swarnendu Das)। যে কারণে শ্রুতির আনন্দ দ্বিগুণ তো হয়েইছে, পাশাপাশি আরও একটা বিষয়ে অভিনেত্রীর খুশি ধরছেনা। এইদিন ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সেই কারণও জানালেন নায়িকা।

অভিনেত্রী এইদিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যাতে দেখা যাচ্ছে, বেশ হাসিহাসি মুখে সেলফি তুলেছেন তিনি। আর তার পেছনে রয়েছে জি বাংলার চর্চিত সিরিয়াল ‘রাঙা বউ’র পুজো পোস্টার। শ্রুতির ক্যাপশনে লেখা রয়েছে, ‘আগের বছর পুজোতে দুগ্গা মায়ের কাছে খুব কেঁদেছি এক বছর কাজ করতে পারিনি বলে, ফ্লোরে জন্মদিন কাটাতে পারিনি, তিলোত্তমায় আমার কাজের কোনও হোর্ডিং ছিল না বলে।’

আরও পড়ুন : ধর্ম-অধর্মের লড়াই তুলে ধরতে চান বিবেক! অন্য পথে হেঁটে তৈরি করছেন ‘মহাভারত’

অর্থাৎ অভিনেত্রীর এই খুশি তার সিরিয়াল ‘রাঙা বউ’কে নিয়ে। এরপর অভিনেত্রী আরও লেখেন, ‘আমি চেষ্টা করেছি আর আমি যা চেয়েছি মা সবটা আমায় দিয়েছে। পরিশ্রম করলে ফল পাওয়া যায়।’ শ্রুতির এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে ভক্তরা। একজন লিখেছেন, ‘বিশ্বকে অনেক ধন্যবাদ, আপনার পথ চলা এভাবেই চলতে থাক। আরও দীর্ঘ এবং কর্মময় হোক আপনার জীবন।’

আরও পড়ুন : এবার মহুয়ার বিরুদ্ধে কিডন্যাপের অভিযোগ! বড়সড় বোমা ফাটালেন প্রাক্তন বয়ফ্রেন্ড

 

তো অপর এক ইউজারের মন্তব্য, ‘শুভ মহাষষ্ঠী, এই হোর্ডিংটাই আমিও যেতে যেতে দেখলাম কাল। তোমাদের কুশাখি জুটিকে ম্যাডক্স স্কোয়ারের মাঠেও দেখলাম। অনেক ভালো কাজ করে যাও এভাবেই।’ আরেক শুভাকাঙ্ক্ষী বলেছেন, ‘তোমার ইচ্ছা যে পূর্ণ হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে।’ উল্লেখ্য, গতকাল অর্থাৎ ষষ্ঠীর দিনটা বরের সাথেই কাটালেন শ্রুতি। স্বর্ণেন্দুর বুকে মাথা রেখে ছবি তুলতেও ভুললেননা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর