১৮০ ডিগ্রি ঘুরে গেল চীন! ইজরায়েল-হামাস যুদ্ধে অবস্থান বদল, কাকে সমর্থন?

বাংলা হান্ট ডেস্ক: ইজরায়েল-হামাস যুদ্ধে এবার অবস্থান পরিবর্তন করছে চীন (China)। প্রথমের দিকে ইজরায়েলকে দারি করলেও এখন আর সেই অবস্থানে নেই তারা। চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে ইজরায়েলের (Israel) বিদেশমন্ত্রী এলি কোহেনের সাম্প্রতিক ফোনালাপের পর এই ইঙ্গিতই মিলেছে।

প্রথম দিক থেকেই এই যুদ্ধে প্যালেস্তাইনকে (Palestine) সমর্থন করে আসছিল চীন। ইজরায়েলের উপর হামাসের এই ধরনের বর্বরোচিত হামলার প্রকাশ্যে কোনও নিন্দা করেনি তারা। কিন্তু এখন চীন শিকার করছে যে ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

সোমবার ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে এলি কোহেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ওয়াং ই (Wang Yi)। সেই ফোনালাপে চীনের বিদেশনন্ত্রী বলেন, ‘প্রত্যেক দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে কিনা বা বেসামরিক লোকজনের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে কি না।’ প্রসঙ্গত, চীনের বিদেশ মন্ত্রী আগামী ২৬ অক্টোবর তিন দিনের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন। আর তার আগে ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে প্রাসঙ্গিক বলেই মনে করা হচ্ছে।

Israel or Palestine? Who is ahead in terms of military power

উল্লেখ্য, এই প্রথম ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে কিছু বললেন চীনের বিদেশ মন্ত্রী। গত ৭ অক্টোবর ইজরায়েলের উত্তর সীমান্তে হামাসের অতর্কিত হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধের শুরু থেকে এই ঘটনার জন্য ইজরায়েলকেই সরাসরি দায়ী করেছিল চীন। এই নিয়ে যদিও সংবাদমাধ্যমে কোনও মুখ খোলেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। তবে মিশর ও মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের অন্যান্য দেশের নেতাদের উদ্দেশে এক বার্তায় তিনি বলেছিলেন, যত দ্রুত সম্ভব প্যালেস্তাইন সমস্যার একটি ন্যায্য এবং স্থায়ী সমাধানে পৌঁছতে হবে।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর