নতুন বছরেও বজায় রইল জি বাংলার দাপট! বেঙ্গল টপার কে? রইল ওলটপালট করা TRP তালিকা

বাংলা হান্ট ডেস্ক : গত বছরের শেষ থেকেই বিপুল পরিবর্তন এসেছে টিআরপি (Target Rating Point) তালিকায়। বছরের প্রথম দিকটা এক থেকে পাঁচ__ঘুরিয়ে-ফিরিয়ে একই সিরিয়াল (Bengali Serial) দেখেছেন দর্শক। তবে দূর্গাপুজোর পর থেকেই রীতি ১৮০ ডিগ্রি উলটে গেছে টিআরপি-র খেলা। যেখানে প্রথম পাঁচে এতদিন শুধুই সূর্য-দীপা এবং জ্যাস স্যানালের লড়াই চলত সেখানে অনায়াসে সবাইকে ছাপিয়ে গেছে পর্ণা, শিমুল, ফুলকিরা।

এই সপ্তাহতেও এক নম্বরে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’ (৯.৫)। যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ‘নিম ফুলের মধু’। সিরিয়ালটির ঝুলিতে এসেছে (৮.৮) পয়েন্ট। ত্রিকোণ প্রেম, দাম্পত্য জীবনে টানাটানির গল্প অনেক সময় আকর্ষণ করে দর্শককে। সেই প্রমাণ আবারও মিলল বৃহস্পতিবার। ৮.৭ পয়েন্ট নিয়ে বাকিদের দারুণ টক্কর দিচ্ছে ফুলকি। তালিকার তৃতীয় স্থানে রয়েছে এই সিরিয়ালটি।

   

এদিকে চতুর্থ স্থানে জায়গা করেছে স্টার জলসার ‘গীতা LLB’। সিরিয়ালটির দখলে রয়েছে (৭.৯)। এরপর পঞ্চম স্থানে ফের দেখা গেছে জি বাংলার দাপট। (৭.৪) পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। এরপরেই ষষ্ঠ স্থানে যৌথভাবে স্থান করে নিয়েছে এককালীন টিআরপি টপার ‘অনুরাগের ছোঁয়া’ ও জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’।

রইল চলতি সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা :

1st •• জগদ্ধাত্রী ৯.৫
2nd •• নিম ফুলের মধু ৮.৮
3rd •• ফুলকি ৮.৭
4th •• গীতা L.LB ৭.৯
5th •• কোন গোপনে ৭.৪
6th •• কার কাছে কই মনের কথা, অনুরাগের ছোঁয়া ৭.১
7th •• তোমাদের রাণী ৭.০
8th •• সন্ধ্যাতারা, জল থই থই ভালোবাসা, Love বিয়ে আজকাল (৬.৮)
9th •• তুমি আশেপাশে থাকলে, হরগৌরী পাইস হোটেল ৬.০
10th •• ইচ্ছে পুতুল ৫.৮

এছাড়াও চলতি সপ্তাহে ভালো নম্বর উঠেছে নন ফিকশন প্রোগ্রাম গুলিতেও। এদিকে ঘরে ঘরে জি বাংলার দখলে রয়েছে ১.৪ পয়েন্ট। যেখানে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ (Sunday) এর ঝুলিতে এসেছে ৫.৭ পয়েন্ট। অন্যদিকে সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত অনুষ্ঠান ‘দাদাগিরি’র ঝুলিতে রয়েছে ৫.৫ পয়েন্ট।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর