বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি জানার দিন। সপ্তাহব্যাপী জোর লড়াইয়ের পর বেঙ্গল টপার (TRP) হল কোন মেগা, সেটা জানা যায় এদিন। ফলাফল প্রকাশ্যে আসার পর তা নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চর্চা। কার পছন্দের সিরিয়াল বাজিমাত করল, কোন মেগা পিছিয়ে পড়ল, এসব নিয়ে চলতে থাকে আলোচনা।
এই সপ্তাহে বেঙ্গল টপার হল কোন সিরিয়াল (Bengali Serial)?
বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta)। শুরুতে ট্রোল হলেও আস্তে আস্তে দর্শকমনে স্থান করে নিয়েছে উদয় প্রতাপ সিং ও নবাগতা নায়িকা ঈশানির ধারাবাহিক (Serial)। চলতি সপ্তাহেও ৮.১ রেটিং সহযোগে বেঙ্গল টপার হয়েছে এই মেগা।
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার (Zee Bangla) আরেক টপার সিরিয়াল ‘ফুলকি’র (Phulki) নাম। ৭.৫ রেটিং পেয়েছে এই ধারাবাহিক। ৭.২ পয়েন্ট সহযোগে তৃতীয় হয়েছে স্টার জলসার ‘কথা’ (Kotha)। বিয়ে, ফুলশয্যা, হানিমুন নিয়ে বর্তমানে এই ধারাবাহিকে জমজমাট ট্র্যাক চলছে। আর তার জোরেই চ্যানেল টপার হয়েছে সাহেব-সুস্মিতার সিরিয়াল।
আরও পড়ুনঃ আইন মন্ত্রনের অনুমোদন! নতুন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট! রইল ‘তাঁর’ নাম পরিচয়
চলতি সপ্তাহে যুগ্মভাবে চতুর্থ হয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘গীতা এলএলবি’ এবং জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’। দুই ধারাবাহিকেরই (Bengali Serial) প্রাপ্ত পয়েন্ট ৭.০। অন্যদিকে পাঁচে রয়েছে ‘জগদ্ধাত্রী’র (Jagaddhatri) নাম। জি বাংলার সবচেয়ে পুরনো এই সিরিয়ালের রেটিং ৬.৯।
এক ঝলকে চলতি সপ্তাহের সেরা ১০ বাংলা সিরিয়াল
প্রথম- পরিণীতা (৮.১)
দ্বিতীয়- ফুলকি (৭.৫)
তৃতীয়- কথা (৭.২)
চতুর্থ- গীতা এলএলবি/ কোন গোপনে মন ভেসেছে (৭.০)
পঞ্চম- জগদ্ধাত্রী (৬.৯)
ষষ্ঠ- রাঙামতী তীরন্দাজ (৬.৫)
সপ্তম- মিত্তির বাড়ি (৬.০)
অষ্টম- উড়ান (৫.৮)
নবম- আনন্দী (৫.৫)
দশম- গৃহপ্রবেশ (৫.২)
গত সপ্তাহের পর এই সপ্তাহের টিআরপি তালিকাকেও আলাদা করে নজর কেড়ে নিয়েছে আদৃত রায়ের ‘মিত্তির বাড়ি’। গত সপ্তাহে এই ধারাবাহিকের (Bengali Serial) রেটিং ছিল ৫.৯। এই সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.০। অন্যদিকে এখনও অবধি টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে পারেনি ‘মিত্তির বাড়ি’র নতুন প্রতিপক্ষ ‘চিরসখা’। এই সপ্তাহে ৪.৯ পয়েন্ট পেয়েছে জলসার এই মেগা।