বাংলাহান্ট ডেস্ক : একের পর এক সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে বিভিন্ন চ্যানেলে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, একাধিক নতুন সিরিয়াল (Serial) আসতে চলেছে চ্যানেল গুলিতে। একে একে সেই সব সিরিয়ালগুলির প্রোমো সামনে আসছে। সঙ্গে নতুন নতুন চমকও দিচ্ছে প্রোমো গুলি। কবে আসবে নতুন সিরিয়াল তা নিয়েও চলছে জল্পনা।
একাধিক সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে বিভিন্ন চ্যানেলে
জি বাংলা থেকে শুরু করে স্টার জলসার মতো চ্যানেল গুলিতে শুরু হওয়ার জন্য লাইন পড়ে গিয়েছে নতুন ধারাবাহিকের। স্টার জলসায় একটি নতুন সিরিয়ালের (Serial) প্রোমো সামনে এসেছে। অন্যদিকে জি বাংলাতেও দুটি নতুন সিরিয়ালের (Serial) প্রোমো প্রকাশ্যে এসেছে। সঙ্গে আরো একটি নতুন সিরিয়াল শুরু হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
দুটি সিরিয়ালে ঘটল পরিবর্তন: তবে এই সিরিয়ালগুলি (Serial) নিয়ে সম্প্রতি এমন এমন তথ্য সামনে আসছে যা চমকে দিচ্ছে দর্শকদের। কিছুদিন আগেই দিতিপ্রিয়া-জিতুর ‘তোমাকে ভালোবেসে’ সিরিয়ালের নাম বদলেছে। ‘চিরদিনই তুমি যে আমার’ নাম নিয়ে প্রকাশ্যে এসেছে প্রোমো। এবার আরো দুটি সিরিয়ালের (Serial) ক্ষেত্রে ঘটে গেল বড় অঘটন। শুরুর আগেই ঘটে গেল আমূল পরিবর্তন।
আরো পড়ুন : দেশে হু হু করে বাড়ছে মদের বিক্রি! রেকর্ড গড়ার মুখে এই রাজ্য
জি এর সিরিয়ালে বদল: জি বাংলায় শুরু হতে চলেছে দুটি সিরিয়াল (Serial)। এর মধ্যে ‘দুগ্গামণি ও বাঘ মামা’ সিরিয়ালের প্রোমো সামনে এসেছে। এছাড়াও শ্রীজিৎ রায় এবং সৌভিক চক্রবর্তীর একটি নতুন সিরিয়াল আসার কথা রয়েছে, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রুবেল দাসকে। এবার এই দুটি সিরিয়ালের (Serial) ক্ষেত্রেই বড় পরিবর্তন এল।
আরো পড়ুন : ভারতে জঙ্গি ঢোকার পথ প্রশস্ত করছে বাংলাদেশ? ইউনূসের নতুন সিদ্ধান্তে ঘুম উড়ল দিল্লির
প্রথমে শোনা গিয়েছিল, শিশুকেন্দ্রিক ধারাবাহিক দুগ্গামণিতে শিশুশিল্পী হিসেবে দেখা যাবে নবাগতা কৌশিকী বন্দ্যোপাধ্যায়কে। এমনকি সোনার সংসার এর প্রোমোতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু প্রোমোতে দুগ্গামণি হয়ে ধরা দিলেন ‘কে প্রথম কাছে এসেছি’ খ্যাত মিষ্টি রাধিকা কর্মকার। অন্যদিকে রুবেলের বিপরীতে প্রথমে থাকার কথা ছিল নবাগতা মধুরিমা চক্রবর্তীর। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, এই সিরিয়ালে কামব্যাক করছেন মোহনা মাইতি। সেক্ষেত্রে মধুরিমাকে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। তবে কী কারণে নায়িকা বদল হল তা জানা যায়নি।