বাংলা হান্ট ডেস্ক: সারা সপ্তাহ ধরে টেলিভিশনে চলতে থাকে বিভিন্ন সিরিয়ালের সম্প্রচার। নানান বাংলা ধারাবাহিক চলতে থাকে বিভিন্ন চ্যানেলে। কিন্তু একই ধারাবাহিক বারবার দেখতে কাহাতক ভালোলাগে। সেক্ষেত্রে স্বাদ বদলের জন্য থাকে নন ফিকশন রিয়েলিটি শো। জি বাংলাতেও (Zee Bangla) তেমনই নন ফিকশন শোয়ের সম্প্রচার চলতে থাকে। প্রতিদিন বিকেলবেলার দিকে এই শো-গুলোর সম্প্রচার হয়।
নন ফিকশন রিয়েলিটি শোয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দিদি নাম্বার ওয়ান (Didi Number One)। এই শোয়ের সঞ্চালনা করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। আজ প্রায় এক দশক ধরে শোয়ের সঞ্চালনা করছেন তিনি। এই সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে শোটি। বাংলার ঘরে ঘরে আজ পৌঁছে গিয়েছে দিদি নাম্বার ওয়ান। এর আগে সুদীপা চট্টোপাধ্যায়ের রান্নাঘরও অনেকটা একইরকম জনপ্রিয়তা পেয়েছিল।
রান্নাঘরে নানান ধরণের রেসিপি নিয়ে হাজির হতেন সঞ্চালিকা। তবে বেশ অনেকটা সময় হয়ে গেল শোটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর তার জায়গায় এসেছে নতুন রিয়েলিটি শো, ‘ঘরে ঘরে জি বাংলা’। কিন্তু দর্শকদের জন্য এবার আসছে রান্নার নতুন শো, ‘রন্ধনে বন্ধন’। শোয়ের সঞ্চালনার দায়ভার রয়েছে অভিনেতা গৌরব চক্রবর্তী এবং তার স্ত্রী এবং অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের ওপর।
আরও পড়ুন:মোদীর নকল করেই খ্যাতি, বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়বেন শ্যাম রঙ্গিলা! কোন দলের হয়ে?
বুধবার শোটির নতুন প্রোমো সামনে এসেছে। আর এই প্রোমো আসার পর থেকেই কানাঘুঁষোয় শোনা যাচ্ছে যে, বন্ধ হয়ে যেতে পারে দিদি নাম্বার ওয়ান। হ্যাঁ, দীর্ঘ এক দশক ধরে চলা এই শোয়ের সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে কিছুদিনের জন্যই বন্ধ করা হবে। তার বদলে সম্প্রচারিত হবে রান্নার অনুষ্ঠান।
আরও পড়ুন:ঘরে নেই টাকা, বাবা সামান্য কৃষক! সেই চাষির ছেলেই মাধ্যমিকের সেরা দশে
তবে এখনই বিষয়টি নিয়ে পুরোপুরি জানা যায়নি। দেখার বিষয় এই যে, জল্পনা সত্যি করে দিয়ে পুরোপুরি শোটি বন্ধ হয়ে যায়। নাকি নতুন স্লটে সম্প্রচারিত হয় শোটি। উল্লেখ্য, রচনা ব্যানার্জী রাজনীতিতে যোগ দেওয়ার কারণে শোটি বন্ধ হওয়া নিয়ে নানান কথা উঠতে থাকে। আর এবার নতুন নন-ফিকশন শো সামনে আসতেই সেই জল্পনা সত্যি হয় কিনা তাই নিয়ে আশঙ্কায় দর্শকরা।