TRP-র অভাব! মাত্র ৩ মাসেই মিহি-মধুবনীর সফর, আনন্দীর আগমনে অসময়ে শেষ মোহনার মেগা

বাংলা হান্ট ডেস্ক : দিনের পর দিন টিআরপির অভাবে এবার বন্ধ হতে বসেছে জি বাংলার আরো এক জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial)। কিছুদিন আগেই এসেছে এই চ্যানেলের  নতুন ধারাবাহিক ‘আনন্দী’র প্রোমো। তারপর থেকেই চলতি সিরিয়াল শেষ হয়ে যাওয়ার জল্পনা তৈরী হয়েছিল। এবার সেই জল্পনাই সত্যি হলো। মাত্র তিন মাসেই শেষ হয়ে যাচ্ছে জি বাংলার আনকোরা সিরিয়াল (Bengali Serial) ‘কে প্রথম প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kache Esechi)।

৩ মাসেই বন্ধ হচ্ছে জি বাংলার আরও এক জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial)

শুরুর দিকে এই ধারাবাহিকের (Bengali Serial) গল্প দেখে মনে করা হয়েছিল এখানে মধুবনীর (Madhubani) সিঙ্গল মাদার হওয়ার গল্প দেখানো হবে। কিন্তু কিছুদিন আগেই  এই ধারাবাহিকে এসেছে বড় চমক। সিঙ্গল মাদার মধুবনীর গল্প বদলে যায় সারোগেট মাদারের গল্পে। বাংলা টেলিভিশনের ইতিহাসে যা প্রায় নতুনই বলা চলে। এছাড়াও টিআরপি তুলতে কিছুদিন আগেই এই ধারাবাহিকে জায়গা পেয়েছিল বাস্তব ঘটনা।

প্রতিবেশী এক মেয়ের শ্লীলতাহানির  জবাবে বাস্তবের মত টেল টেলিভিশনের পর্দাতেও নারী নির্যাতনের প্রতিবাদে বঁটি,কাটারি হাতে মেয়েদের রাত দখলে নেমেছিল মধুবনী সহ তার পাড়ার অন্যান্য মহিলারা। ঋককে ইতিমধ্যেই অতীতের কথা জানিয়ে দিয়েছে মধুবনী। বাবার অসুস্থ হয়ে পড়ায় সে সময় ২৫ লক্ষ টাকা জোগাড় করতে অন্যের সন্তান ধারণ করতে রাজি হয়েছিল মধুবনী।

কিন্তু মধুবনীর গর্ভাবস্থায়তেই মিহির (Mihi) আসল বাবা জানতে পারেন মিহির ডায়াবেটিস সহ আরও অন্যান্য সমস্যা রয়েছে। তাই তিনি মিহিকে অস্বীকার করেন প্রথম থেকে। এরপর দেখা যায় মিহির জন্য মধুবনী নিজের প্রেমিকের সাথেও সম্পর্ক শেষ করে দিয়ে আপন করে নেয় ছোট্ট মিহিকে। মিষ্টি মিহিই এখন মধুবনীর গোটা দুনিয়া।  সাংসারিক কূটকচালি  কিংবা পরকীয়ার বাইরে একেবারে ভিন্ন স্বাদের এই গল্প দর্শকদের মন ছুঁলেও তার ছাপ পড়েনি টিআরপি তালিকায়।

আরও পড়ুন : হাসিমুখেই হাসপাতালের বিছানায় শুয়ে পোজ দিচ্ছেন ইপ্সিতা! হঠাৎ কি হল অভিনেত্রীর?

তাই মাত্র ৩  মাসেই একেবারে ভরাডুবি হল এই মেগার। এই সিরিয়ালের আগেমধুবনী অভিনেত্রী মোহনা মাইতিকে দর্শক দেখেছেন ‘গৌরী এলো’ সিরিয়ালে গৌরী রূপে। এই সিরিয়াল শেষ হওয়ার পর জি বাংলার পর্দাতেই ঘর ওয়াপসি হয় তাঁর। যা এবার সফল হলো না একেবারেই। এমনিতে শুরু থেকেই ছিল টিআরপির অভাব। তার ওপর স্টার জলসার গীতা এল এল বি থেকেও লাগাতার পিছিয়ে পড়েছিল এই মেগা।

Ke Prothom kache esechi

টেলিপাড়া সূত্রে খবর, আগামী ১০ই সেপ্টেম্বর এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং। তবে টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের অন্তিম পর্ব কবে সম্প্রচারিত হবে? সে সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি কিছুই। অন্যদিকে এখনও  পর্যন্ত ঘোষণা করা হয়নি জি বাংলার নতুন মেগা সিরিয়াল আনন্দী সম্প্রচারের সময়-ও।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর