চিনে পা রাখতেই বাজল ফোন, ওপারে জেলেনস্কি! কী কথা হল মোদীর সঙ্গে?

Published on:

Published on:

Zelenskyy called Narendra Modi while he was in China

বাংলাহান্ট ডেস্ক:- এসসিও সম্মেলনে যোগ দিতে চিনের তিয়ানজিন শহরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । রবিবার দিনভর সেখানে নানা গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন রাশিয়া, চিন-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। আন্তর্জাতিক মহলের নজর যেমন থাকবে এই বহুপাক্ষিক বৈঠকের দিকে, তেমনই বিশেষভাবে দৃষ্টি থাকবে মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাদা বৈঠকের উপর। এরই প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় এক বিশেষ ফোনালাপ ঘিরে কূটনৈতিক মহলে আলোড়ন পড়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy)। তাঁর কাতর অনুরোধ, দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যেন সক্রিয় ভূমিকা নেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদীকে ফোন জেলেনস্কির (Narendra Modi)

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ফোনালাপের খবর সরকারি ভাবে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও তাঁর সোশাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধবিরতির উদ্যোগে এবারও ভারতের ভূমিকার উপর ভরসা রাখছেন কিয়েভ। তিনি উল্লেখ করেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনার ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করেও কোনও সমাধান আনতে পারেননি। এমন পরিস্থিতিতে, ইউক্রেনের চোখ এখন ভারতের দিকে।

আরও পড়ুন:- পেপসি-কোকাকোলার ব্যবহার হোক বন্ধ! ট্রাম্পের চড়া শুল্কের আবহে মার্কিন পণ্য বয়কটের ডাক রামদেবের

গত কয়েক বছরে একাধিকবার শান্তির আহ্বান জানিয়েও সফল হয়নি কিয়েভ। জেলেনস্কির কথায়, ইউক্রেন অনেকদিন ধরেই যুদ্ধ শেষ করতে সক্রিয়। কিন্তু মস্কোর পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসছে না। তিনি দাবি করেছেন, ভারত সবসময়ই শান্তির পক্ষে এবং যুদ্ধের অবসান চাইছে। তাই মোদির কাছে তিনি আশা করছেন, পুতিনের সঙ্গে বৈঠকের টেবিলে বসে ভারত যেন অন্তত যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করে।

জেলেনস্কি তাঁর পোস্টে লিখেছেন, “আমরা জানি ভারত আমাদের পাশে আছে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে, তিয়ানজিনে এসসিও সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আলোচনায় যুদ্ধবিরতির প্রসঙ্গ তুলবেন। আমি ভারতের এই সক্রিয় ভূমিকাকে ধন্যবাদ জানাই।”

Zelenskyy called Narendra Modi while he was in China

 

আরও পড়ুন:-জিনপিংয়ের প্রিয় হংকি এবার মোদীর সফর সঙ্গী, বিলাসবহুল এই গাড়ির দাম কত জানেন?

বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতির অন্যতম জটিল ইস্যু। পশ্চিমা শক্তিগুলি ব্যর্থ হওয়ায় এশিয়ার বড় শক্তি ভারতকেই ইউক্রেন শেষ ভরসা হিসেবে দেখছে। ভারতের রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়া রয়েছে। ফলে আন্তর্জাতিক পরিসরে মোদির কণ্ঠস্বর বিশেষ গুরুত্ব পেতে পারে। তিয়ানজিনে এসসিও সম্মেলনের মঞ্চেই হয়তো নতুন কোনও শান্তি প্রচেষ্টার ইঙ্গিত মিলতে পারে।